Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. The arrangement made to support an unsafe structure temporarily as
এখানে unsafe structure to support দেয়ার জন্য আমরা সাধারণত sheet pile & sheet plate দিয়ে যে সাপোর্ট দিয়ে। থাকি, সেই প্রক্রিয়াকে shoring বলে। সব কয়েকটি অনুরল শুরু হবে প্রশ্ন 1. The arrangement made to support an unsafe structure temporarily as - Shoring. 2. পূর্ব নির্মিত Structure এর ভিত্তির গভীরতা ও প্রন্থ বাড়ানোর জন্য করা হয় - Under pining 3. Structure এর যে অংশ ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেয় তাকে প্রতিরোধ করার জন্য তির্যকভাবে যে ঠেস দেওয়া হয়, তাকে বলে হেলানো শোর।
Shoring
Scaffolding
Underpinning
Jacking
2. The piece of a brick cut with its one corner equivalent to half the length and half the width of a foll brick is known as:
King closer is obtained by cutting a triangular portion of the bricks such that half a header and half a stretcher are obtained on the adjoining cut faces. উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The piece of brick cut with it's one corner equivalent to half the length and half the width of a full brick is known as - King Closer. 2. অর্ধেক প্রন্থ বিশিষ্ট পূর্ণ দৈর্ঘ্যের ইটকে কী বলে Queen Closer. 3. সুনির্দিষ্ট ভাঙ্গা ইটকে কী বলে Closer, 4. একটি ইটের চওড়া দিকের পূর্ণ অংশ কোণাকুণি কেটে ফেলা হলে তাকে কী বলে Metered closer,
Queen closer
Bevelled closer
King closer
Half king closer
3. একটি সিডিউল অ্যাকটিভিটি শেষ হবার ১০ দিন আগে শুরু হতে পারে- এটি কীসের উদাহারণ?
finish to start
start to finish
start to start
finish to finish
4. সেফটি প্রোগ্রামে জটিল ইস্যুগুলো নির্ণয় করতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা
সেফটি প্রেগ্রামে জটিল ইস্যুগুলো নির্ণয় করতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো- Fault tree analysis
Fault tree analysis
Fishbone analysis
Pareto chart analysis
Audit analysis
5. কংক্রিট মিশ্রণে 1% ভয়েডের উপস্থিতি এর শক্তিমাত্রা আনুপাতিক ভাবে হ্রাস করে?
অতিরিক্ত কম্পাকশনের জন্য কংক্রিট সেমিগেশন হতে পারে। এবং অল্প কম্প্যাকশনের জন্য এয়ার ভয়েত থাকতে পারে। ১% অয়েডের উপস্থিতিতে এর শক্তি হ্রাস করে ৫% এবং ৫% ভয়েডের উপস্থিতিতে এর শক্তি হ্রাস করে ৩০%। উত্তর অব কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কংক্রিট মিশ্রণে 1% ভয়েডের উপস্থিতি এর শক্তিমাত্রা আনুপাতিক ভাবে হ্রাস করে 5%. 2. RCC এ aggregate এর সর্বোচ্চ আকার কত 25 mm. ৫. কোন বিন্যাসে কংক্রিটে ভয়েড কম থাকে well graded. 4. কোণাকৃতি aggregate এ কত % ভয়েড থাকে-এ%ে 5. কোন aggregate এ ভয়েড বেশি হয় round.
৫%
১০%
১৫%
২০%
6. প্রজেক্টের কোনটি নির্ণয় করতে সিডিউলিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। নয়
প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান নির্ণয় করতে সিডিউলিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। প্রকল্পকে স্বল্প সময়ে ও স্বল্প ব্যায়ে বাস্তবায়ন করার কৈাশলয় হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান তাই পরিচালকের উন্নত মানের প্লানিং বা সিডিউলিং এর যথাযথ ঈদ্ধয়োগ কৌশলই হলো ম্যানেজমেন্ট।
প্রজেক্ট সময়কাল
বাজেট
প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান
সাব- কন্ডাক্টরের দায়িত্ব
8. কোয়ালিটি ম্যানেজমেন্টের মহাগুরু বলা হয় কাকে?
আরমান্ড ফাইজেনবাম
কে. ইশিকাওয়া
যে নিচি টাও ডি
জোসেফ জুরান
9. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is knows as,
চন্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বধুর প্রশ্ন 1. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is known as - Breast Wall. 2. ভরাট করা অংশের মাটিকে ঠেস দিয়ে ধরে রাখার জন্য সড়কের বাইরের পাশে যে দেওয়াল নির্মাণ করা হয় তাকে বলে ঠেস দেওয়াল/ রিটেইনিং ওয়াল। 3. Breast wall এর কাছে Carriage way drain এর মাঝখানে কি দেওয়া হয়- Wheel guard. 4. Weep hole কোথায় ব্যবহার করা হয় Breast wall.
.Retaining wall
Breast wall
Parapet wall
None of these
10. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় –
গিয়ার তৈরিতে সাধারণত কাস্ট আয়রন (Cast iron), স্টিল (Steel), ব্রাস (Brass), ব্রোঞ্জ (Bronze) ও প্লাস্টিক (Plastic) ব্যবহার করা হয়। সেই হিসাবে (ক) ও (খ) দুটিই উত্তর হবে।
Cast iron
Steel
Copper
Wrought iron
11. যদি Earned value Actual cost হয়, তাহলে প্রজেক্টটি?
যদি Earned value = Actual cost হয়, তাহলে প্রজেক্টটি- যথাযত সময় ও বাজেটের মধ্যে আছে
যথাযত সময় ও বাজেটের মধ্যে আছে
সিডিউল সমন্ব্যাক ইনডেক্স-১
সিডিউল সমন্বয়ক করার দরকার নাই
মূল্য সমন্বয়ক করার দরকার নাই
12. হেনরি গ্যান্ট কত সালে প্রজেক্ট প্লানিং ও সিডিউল এর জন্য বার চার্ট উদ্ভাবন করেন? UPSC-AB- কর্মসংস্থান মন্ত্রণালয় -১৯
হেনরি গ্যান্ট একজন আমেরিকান অধিবাসী। তিনি সর্ব প্রথম ১৯০০ সালে বার চার্ট আবিষ্কার করেন। এর পর ১৯১০-১৯১৫ সালের মধ্যে বার চার্টের ব্যবহার শুরু হয়। বার চার্টের মাধ্যমে বর্তমান কাজের অগ্রগতি, সম্পাদিত কাজের রেকর্ড ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা ইত্যাদি সম্পের্কে ধারণা পাওয়া যায়। হেনরি গ্যান্ট কত সালে প্রজেক্ট প্লানিং ও সিডিউল এর জন্য বার চার্ট উদ্ভাবন করেন ১৯০০।
১৮৮০
১৯০০
১৯২০
১৯৪০
13. BSTI মানে কী ?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. BSTI মানে কী? Bangladesh Standards and Testing Institution. 2. ACI means - American Concrete Institute. 3. ASTM means - American Society for Testing and Materials. 4. BNBC-Bangladesh National Building Code.
British Standards and Testing
British Standards and Testing Instroment
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Standards and Testing Instroment
14. RTM বলতে কী বুঝায়?
এটি একটি Tendering procurement | এর অপর নাম Limited Bidding and Selective Tendering এই Tendering প্রক্রিয়ায় শুধুমাত্র Shortlisted Firmগুলো Tenderdrop করতে পারে। উত্তর সহ কয়েকটি অনুরুপ প্রশ্ন L. RTM বলতে কী বুঝায়- Restricted Tendering Method. 2. PPR means Public Procurement Regulations. 3. CPM means - Critical Path Method. 4. PERT-Programme Evaluation and Review Technique. 5. BOQ means Bill of Quantities.
Restricted Tendering Method
Routine Tendering Method
Reserved Tendering Method
Request for Project
15. কংক্রিটের modulus of rapture পরিমাপ করে?
modulus of rapture কংক্রিট বিমের অথবা প্লাবের টেনসাইল স্ট্রেংথ পরিমাণ করে। এ ছাড়া modulus of rapture, Flexture tensile strength, bend strength অথবা fracture strength পরিমাপ করে। উত্তর সহ কয়েকটি অনুরল গুরু- তৃর্ণ প্রশা its Book 1. কংক্রিটের modulus of rapture পরিমাণ করে- flexural tensile strength. 2. কংক্রিটের টান শক্তির পরিমাণ চাপ শক্তির কত %- 15%. 3. Concrete এর টান পীড়ন নিরূপণ করা হয় স্পিলিট সিলিন্ডার টেস্ট। 4. কংক্রিটের শিয়ার স্ট্রেন্থ মোট শক্তির কত %-35%. 5. কংক্রিটের অনুমোদনযোগ্য শক্তি মোট শক্তির কত গুণ- 0.45.
Flexture tensile strength
Compressive strength
Direct tensilestrength
split tensile strength
16. সিমেন্টের Compressive strength test এ ব্যবহৃত cube size
সিমেন্টের কমপ্রেসিভ শক্তি পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ ৭০.৬ মিমি এবং কংক্রিটের কিউবের সাইজ ১৫০ মিমি। উত্তর সব কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. সিমেন্ট এ মুক্ত চুন এবং ম্যাগনেসিয়া নির্ণয় করার জন্য কোন টেস্ট করা হয় soundness test. 2. সিমেন্টের চাপশক্তি পরীক্ষায় ব্যবহৃত মসলার অনুপাত কত ৪. সিমেন্ট এ ম্যাগনেসিয়ার পরিমাণ সর্বোচ্চ কত- 2%, 4. সিমেন্টের চাপশক্তি পরীক্ষায় কয়টি নমুনা ব্যবহার করা হয় 5. সিমেন্টের চাপশক্তি পরীক্ষায় ব্যবহৃত নমুনা পানিতে ভিজিয়ে রাখতে হয় 24 ঘণ্টা। কনস্ট্রাকশন প্রবেন
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
17. যদি কোন অ্যাকটিভিটির অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং গেসিমিস্টিক সময় যথাক্রমে ২, ৩ ৩৭ হয়, তাহলে এর এক্সপেন্টেড সময় ও ভেরিয়েন্স যথাক্রমে হবে
3.5 & 5/6..
5 & 25/36
3.5 & 25/36
4.4 & 5/6
18. জেনেরিক ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড বলা হয়।
ISO1910
ISO10000
ISO 1900 ISO 1400
কোনটিই নয়
19. Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয়-
Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয় গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে।
ছোট প্রজেক্টে
বড় ও জটিল প্রজেক্টে
গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে
দীর্ঘ প্রজেক্টে
20. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is knows as
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 5. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is known as Breast Wall. 6. ভরাট করা অংশের মাটিকে ঠেস দিয়ে ধরে রাখার জন্য সড়কের বাইরের পাশে যে দেওয়াল নির্মাণ করা হয় তাকে বলে ঠেস দেওয়াল/ রিটেইনিং ওয়াল। 7. Breast wall এর কাছে Carriage way drain এর মাঝখানে কি দেওয়া হয়- Wheel guard. 8. Weep hole কোথায় ব্যবহার করা হয় Breast wall.
. Retaming wall
Breast wall
Parapet wall
. None of these