তথ্য: বাংলাসাহিত্যের রুপসী বাংলার কবি জীবনান্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ বনলতা সেন (১৯৪২)। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ হল ঝরাপালক, ধূসর, পান্ডুরলফপ, সাতটি তারার তিমির ইত্যাদি।
তথ্য: অপশনগুলোর মধ্যে feminine gender সমৃদ্ধ একমাত্র word হল mare যার অর্থ ঘোটকী। তাছাড়া অন্যান্য শব্দগুল হল masculine gender যেখানে host অর্থ গৃহকর্তা কিন্তু plural hosts উভয়লিঙ্গ হিসেবে ব্যবহৃত হতে পারে। cock অর্থ মোরগ আর drake অর্থ পুরুষের পাতিহাঁস।
28. One who treats cancer patients is called a/an-
তথ্য: যে ব্যক্তি ক্যান্সার রোগীর চিকিৎসা করে তাকে oncologist বলে। তাছাড়া pathologist অর্থ রোগবিজ্ঞানী, nephrologist অর্থ কিডনি বিশেষজ্ঞ আর neurologist অর্থ স্নায়ুবিদ।
তথ্য: কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হল FORTRAN. FORTRAN পূর্ণরূপ হল Fortran Translation. Fortran প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। জন বাকাস ও অন্যরা IBN এ কমব্রত অবস্থায় ১৯৫০ এর দশকের মাঝামাঝিতে এ তৈরি করেন।