Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. বনলতা সেন কাব্যের কবি কে?
তথ্য: বাংলাসাহিত্যের রুপসী বাংলার কবি জীবনান্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ বনলতা সেন (১৯৪২)। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ হল ঝরাপালক, ধূসর, পান্ডুরলফপ, সাতটি তারার তিমির ইত্যাদি।
শামসুর রহমান
জীবনান্দ দাশ
বিষ্ণদে
বুদ্ধদেব বসু
23. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
তথ্য: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
ক্যাপ্টেন মনসুর আলী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
24. One who treats cancer patients is called a/an-
তথ্য: যে ব্যক্তি ক্যান্সার রোগীর চিকিৎসা করে তাকে oncologist বলে। তাছাড়া pathologist অর্থ রোগবিজ্ঞানী, nephrologist অর্থ কিডনি বিশেষজ্ঞ আর neurologist অর্থ স্নায়ুবিদ।
pathologist
nephrologist
oncologist
neurologist
25. Which of the following in feminine gender.
তথ্য: অপশনগুলোর মধ্যে feminine gender সমৃদ্ধ একমাত্র word হল mare যার অর্থ ঘোটকী। তাছাড়া অন্যান্য শব্দগুল হল masculine gender যেখানে host অর্থ গৃহকর্তা কিন্তু plural hosts উভয়লিঙ্গ হিসেবে ব্যবহৃত হতে পারে। cock অর্থ মোরগ আর drake অর্থ পুরুষের পাতিহাঁস।
host
cock
mare
drake
26. What will be the right word for the following gap? she is ...............Honors graduate.
তথ্য:world এর প্রথম অক্ষর h হলে এবং h এর উচ্চারণ "h' এর মতো উচ্চারিত না হয়ে 'A'এর মতো হয় তাহলে তার পূর্বে an বসে। Honors-এর উচ্চারণ হল' অনার্স।
a
an
the
on article
27. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর কোথায়?
তথ্য: বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর ১৯৪৫। FAO এর প্রধানের পদবি মহাপরিচালক।
রোম
জেনেভা
লন্ডন
প্যারিস
29. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
তথ্য: কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হল FORTRAN. FORTRAN পূর্ণরূপ হল Fortran Translation. Fortran প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। জন বাকাস ও অন্যরা IBN এ কমব্রত অবস্থায় ১৯৫০ এর দশকের মাঝামাঝিতে এ তৈরি করেন।
C++
ADA
PASCAL
FORTRAN
30. x²-169 + z²=0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
তথ্য: x² -169 + y²=0j বা x²+y²=169 x²+y²=(13)² অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ ১৩ একক।
১৪
১৩
১৬৯
১৬
31. যদি x4-2x2+1=0 হয় তবে x এর মান কত?
তথ্য:x²-2x²+1=0 বা, (x²-1)=0 বা, x²-1=0 বা, x²=1 x=1