ডিজাইন অব মেশিন এলিমেন্টস MCQ
21. একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 400 বার ঘুরে 45kg- m টর্ক উৎপন্ন করে। অনুমোদিত টরশনাল শিয়ার স্ট্রেস 900kg/cm² হলে শ্যাফটের ব্যাস কত হবে?
22. কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক বল কাজ করলে এর অভ্যন্তর ভাগে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, কস্তুর একক ক্ষেত্রে উৎপাদিত এই প্রতিক্রিয়া বলকে কী বলে?
23. বাহ্যিক বল প্রয়োগে বোল্টে কত প্রকারের স্ট্রেস সৃষ্টি হয়?
24. প্রেসার ভেসেলের দেওয়ালের পুরুত্ব ও ব্যাসের অনুপাত 0.05-এর কম হলে তাকে কী বলে?
25. গ্লাসের মডুলাস অব রিজিডিটি কত?
26. কোনো পদার্থের সর্বোচ্চ পীড়ন বা নতি পীড়নের সাথে কার্য পীড়ন বা অনুমোদিত পীড়নের অনুপাতকে কী বলে?
27. থিন প্রেসার ভেখেলে কয় প্রভাবের পীড়ন উৎপন্ন হয়?
28. বোল্ট এবং নাটের মধ্যে গঠিত জোড়া হলো-
ব্যাখ্যা: স্লাইডিং জোড়া (Sliding joint):
(i) আইসি ইঞ্জিনের পিস্টন ও সিলিন্ডার।
(ii) টেইল স্টক এবং সেদ বেড।
(ii) একটি আনাতকার গর্তে আয়তকার বার।
(iv) স্কয়ার গর্তে স্কয়ার বার।
টার্নি জোড়া (Turning joint)
(i) সাইকেলের চাকা অ্যাজেল-এক চমাপাশে ঘুরানো।
(ii) একটি ডাইনি ইঞ্জিনের অ্যাজশ্যাফট বিয়ারিং-এর ঘুরানো।
(iii) একটি বৃত্তাকার গর্তে দুর্ণায়মান কলারসহ শ্যাফটা।
রোলিং জোড়া (Rolling joint)
(i) বল এবং রোলার বিয়ানি।
(ii) একটি সমতল পৃষ্ঠের উপরে চাকা ঘূর্ণায়মান। दाता
(iii) সমতল পৃষ্ঠে মার্বেল ঘূর্ণায়মান।।
স্ক্র জোড়া (Screw joint)
(i)লেদ এবং ন্যাট-এর লিড স্ক্র
(ii)নাট ও বোল্টের সমন্বয়।
(iii)জ্যাকের নাটসহ স্ক্র ।
স্কেরিক্যাল জোড়া (Spherical joint)
(i) বল এবং সকেট জয়েন্ট।
(ii ) পেন স্ট্যান্ড।
(iii) যানবাহনের ছোট ছোট অ্যা্টাচমেন্টসমূহ।
29. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো নিরাপদে যে পীড়নের অধীনে কাজ করে বা করবে সে পীড়নের মানকে কী বলে?
30. একটি স্টিল সিলিন্ডারের আভ্যন্তরীণ ব্যাস 1.9mm, অভ্যন্তরস্থ বাষ্পচাপ 12 kg/cm², ধাতুর অনুমোদিত টানা সারফেসিয়াল স্ট্রেস 800 kg/cm² এবং জোড়ার দক্ষতা ৪০% হলে পাতের পুরুত্ব কত?
31. কোনো পদার্থ সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন নিরাপদে বহন করতে সক্ষম বিবেচনা করা হয়, তাকে কী বলে?
32. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো প্রকৃত যে স্ট্রেসের অধীনে কাজ করবে বিবেচনা করে ডিজাইন করা হয়, তাকে কী বলে?