ব্যাখ্যা: কাঠের seasoning-এর আরো কিছু উদ্দেশ্য রয়েছে-
(ক) টিম্বারকে রংকরণের উপযোগী করা।
(খ) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
(গ) টিম্বারের সংকোচন ও প্রসারণ দূর করা।
37. কোন Survey method এ Field observation এবং Plotting একই সাথে করা হয়?
ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ। প্লেন টেবিল জরিপে মাঠ পরীক্ষা এবং নকশায়ন একই সাথে করা হয়। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।