43. বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয়দফা' কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
ব্যাখ্যাঃ ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
51. বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?
ব্যাখ্যা: বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ সালে মোট ৫টি দল অংশ নিয়েছিল। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।
53. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা শাসসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে'। 'নিষিদ্ধ লোবান' হলো সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 'রাত্রিশেষ' হলো শামসুর রাহমানের স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা নিয়ে রচিত কাব্যগ্রন্থ। 'নেকড়ে অরণ্য' হলো শওকত ওসমান এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
ব্যাখ্যা: 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতা হলেন সেলিনা হোসেন। তার আরো কিছু বিখ্যাত উপন্যাস হলো: 'কাঁটাতারে প্রজাপতি', 'নিরন্তর ঘণ্টাধ্বনি', 'জলোচ্ছ্বাস', 'যাপিত জীবন' ইত্যাদি।
55. মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল?
ব্যাখ্যাঃ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
ব্যাখ্যা: শব্দ তত্ত্ব/রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব ধ্বনি তত্ত্ব লিঙ্গ, সমাস, কারক, বচন, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, বাচ্য, প্রত্যয় যতিচিহ্ন, বাগধারা, পদ, সন্ধি, ণ-ত্ব- বিধান ও ষ- তু-বিধান ধ্বনি গঠন