Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
42. 'বই পড়া' প্রবন্ধটি কার লেখা?
ব্যাখ্যাঃ 'বই পড়া' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী তাঁর রচনায় আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার নানা ত্রুটিপূর্ণ দিক তুলে ধরেছেন। তাঁর মতে, স্কুল-কলেজ থেকে প্রাপ্ত শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এই শিক্ষার পূর্ণতা প্রাপ্তি হয় ব্যাপকভাবে বিভিন্ন স্বাদের বই পড়ে। আর বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য প্রয়োজন লাইব্রেরির।
রবীন্দ্রনাথ ঠাকুর
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী
হায়াত মাহমুদ
43. I could not read the words beecause they were too blurry. Here 'blurry' means:
ব্যাখ্যাঃ Blurry means unclear/not easy to understand.
small
unknown
unclear
difficult
44. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
আরেক ফাল্গুন
ব‍্যাথার দান
রিক্তের বেদনা
মৃত্যুক্ষুধা
45. abbreviation of am is---
ব্যাখ্যাঃ AM means Ante Medidiem & PM fneans Post Meridiem.
After morning
Anno meridiem
Ante meridiem
Anti-meriden
47. পাখি আকাশে উড়ে। Correct translation of this sentence is-
Brid fly is the sky.
The bird flies in the sky.
A bird fly in sky.
A bird fly in the sky
48. ভারতচন্দ্র রায়গুণকর কোন কাব্য রচনা করেছেন?
ব্যাখ্যাঃ অন্নদামঙ্গল রায়ণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক। ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন।
অভয়া মঙ্গল
অন্নদা মঙ্গল
শিব মঙ্গল'
চণ্ডী মঙ্গল
49. He said to me. "What a nice man you are, sir" The correct indirect seppch of this sentence is:
He asked me what a nice man I was.
Respectfully he exclaimed with joy that I was a very nice man.
Addressing me as sir he respectfully exclaimed with joy that I was a very nice man.
He asked me what a nice man I was.
50. Choose the correct form of verb: I (watch) an English movie last night.
ব্যাখ্যাঃ কোনো sentence এ যদি last day, last night, last month, last year থাকে তাহলে সেটা Past Indefinite Tense হয়।
have watched
had watched
have been watching
watched
53. The passive form of the sentence 'He worte a letter to me' is-
A letter was written to me by him.
A letter is written to my by him.
A letter has written to me by him.
A letter was written by me to him.
58. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
কাঁচামিঠা
চন্দ্রমুখ
মনমাঝি
60. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক?
ব্যাখ্যাঃ হাঙর নদী গ্রেনেড বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
আব্দুল্লাহ
লালসালু