172. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing-কে বলা হয়-
ব্যাখ্যা: যখন দুটি কলাম একসাথে কাছাকাছি থাকে, যখন দুটি কলামের বেস স্ল্যাব ওভারল্যাপ হয়, যেখানে মাটির ভারক্ষমতা কম, যখন বেসস্ল্যাবের সংলগ্ন বিভিন্ন লাইন, বিল্ডিং বা নর্দমা থাকে সেক্ষেত্রে Combined footing ব্যবহার করা হয়।