Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশের নদ-নদী MCQ
1. বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থার নাম কী?
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি
2. ভূপৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম কী?
হাইড্রোলজি
মিনারলজি
মেটিওরোলজি
ইকোলজি
3. পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন কর্পোরেশন কোথায় হলিডে হাউস নামে অত্যাধুনিক হোটেল নির্মাণ করে?
দক্ষিণ তালপট্টি
হিরণ পয়েন্ট
মনপুরা দ্বীপ
কুয়াকাটা
4. কোন আদালতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার মীমাংসা হয়েছে?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
আন্তর্জাতিক বিচার আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইবুনাল
5. বাংলাদেশ এবং মিয়নেমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Permanent Court of Justice
International Court of Justice
Permanent Court of Arbitration
International Tribunal for the Law of the Sea
6. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে--
Permanent Council of Arbitration
Permanent Court of Arbitration
International Court of Arbitration
Permanent Court of sea arbitration
7. পারকী সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
চট্টগ্রাম
কক্সবাজার
বরগুনা
পটুয়াখালী
8. বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় প্রদানকারী আদালতের নাম কী?
UNCLOS
ITLOS
CLCS
ICJ
9. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত।
পটুয়াখালী
ভোলা
পিরোজপুর
ঝালকাঠি
10. বাংলাদেশের সাথে ফোন দেশের সমুদ্রসীমা বিদ্যমান রয়েছে?
মিয়ানমার
থাইল্যান্ড
নেপাল
দক্ষিণ কোরিয়া
11. 'সাগর কন্যা' কোন এলাকার ভৌগোলিক নাম?
সেন্টমার্টিন
পতেঙ্গা
কক্সবাজার
পটুয়াখালী
12. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের 'সাগরকন্যা' বলা হয়?
সেন্টমার্টিন
কুয়াকাটা
পতেঙ্গা
কক্সবাজার
13. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়---
১৫ জুন, ২০০৯
১৪ মার্চ, ২০১২
১৮ এপ্রিল, ২০১২
২০ মে, ২০১০
14. বাংলাদেশ এবং জরতের মধ্যে সমূদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
আন্তর্জাতিক বিচার আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইবুনাল
15. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
চট্টগ্রাম
বরিশাল
ফেনী
16. কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
১২ কিলোমিটার
১৪ কিলোমিটার
১৮ কিলোমিটার
২৪ কিলোমিটার
17. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত রায় হয়?
৭ জুলাই, ২০১৪
৭ জুন, ২০১৪
৭ মে, ২০১৪
৭ আগস্ট, ২০১৪
18. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় কত কি.মি. জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
১৯৪৬৭ বর্গ কি.মি.
২১২৫০ বর্গ কি.মি.
১৮৯০০ বর্গ কি.মি.
১৮৯৩৫ বর্গ কি.মি.
19. পর্যটন কর্পোরেশন কোথায় হলিডে হাউস নামে অত্যাধুনিক হোটেল নির্মাণ করে?
দক্ষিণ তালপট্টি
হিরণ পয়েন্ট
মনপুরা দ্বীপ
কুয়াকাটা
20. কোন দেশে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত অবস্থিত?
হামবুর্গ, জার্মানি
মাদ্রিদ, স্পেন হে
গ নেদারল্যান্ডস
জেনেভা, সুইজারল্যান্ড