80. 'পাখি' এর সমার্থক শব্দ কোনটি?
ব্যাখ্যা: পাখি এর সমার্থক শব্দ দ্বিজ। পাখি এর আরও কয়েকটি সমার্থক শব্দ হলোঃ পক্ষী, বিহগ, বিহঙ্গম, বিহঙ্গ, শকুন্ত, খেচর, খগ। সরোজ এর সমার্থক শব্দ হলোঃ পদ্ম, পঙ্কজ, কমল উৎপল, অরবিন্দু, সরোবর। হেম এর সমার্থক শব্দ হলোঃ স্বর্ণ সোনা, কাঞ্চন, সুবর্ণ, হিরণ, হিরণ্য, কনক। শাখী এর সমার্থক শব্দ হলোঃ গাছ, বৃক্ষ, পাদপ, বিটপী, ক্রম, শিখরী।