Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে (১৯৭২)।
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
26. কাজী নজরুল ইমলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম-
বিশের বাঁশী
প্রলয় শিখা
ব্যাথার দান
বাঁধন হারা
27. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
29. Choose the correct sentence-
Gold and silver is precious metal.
Gold and silver are precious metal.
Gold and silver has precious metal.
Gold and silver have precious metal.
30. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যাঃ আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাদ মিত্র ওরফে টেকচাদ ঠাকুর ১৮৫৮ সালে এটি রচনা করনে।
দীনবন্ধু মিত্র
প্যারীচাঁদ মিত্র
তারিনী চরন মিত্র
কালিদাস মিত্র
34. কোন উপ্যাখ্যানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকায়?
বেহুলা
প্রমীলা
ফুল্লরা
মহুয়া
35. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ভাগ্যচক্র
মতিচুর
চতুরঙ্গ
নদীবক্ষে
37. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান
40. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন