12. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?
ব্যাখ্যা: ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় ৬টি। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার প্রকরণ; বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব ও অভিধানতত্ত্ব। তবে পৃথিবীর সকল ভাষার ব্যাকরণে চারটি বিষয় আলোচিত হয়। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব ও বাক্যতত্ত্ব বা পদক্রম।