2405. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি বৈদ্যুতিক পদ্ধতির প্রাণকেন্দ্র হিসেবে পরিগণিত হয়। ব্যাটারি ছাড়া মোটরযানের ক্র্যাংকিং মটর চলতে পারে না। যখন ইঞ্জিনকে স্টার্টিং-এর জন্য ক্র্যাঙ্ক করা হয়, তখন এটা ফ্র্যাংকিং মটর ও ইগনিশন পদ্ধতির জন্য কারেন্ট সরবরাহ করে ইঞ্জিনকে চালু করে।