423. ইলেকট্রোডের গায়ে কোটিং দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়?
ইলেকট্রো কোটিং-এর উপকরণ ও তাদের কার্যকারিতা নিম্নরূপ-
১। গাম অথবা রোজিন (Gam or Rosin)।
২। সেলুলোজ (Cellulose) গ্যাস শিল্ডিং, কোটিং শক্ত করে, রিডিউসিং এজেন্ট।
৩। ফেলম্পার (Foliar)
৪। ফ্রে অ্যালুমিনিয়াম সিলিকেট (Clay aluminium silcate )
৫। ট্যালকস ম্যাগনেশিয়াম সিলিকেট (Talcs Magnesium, silicate)
৬। টাইটানেন্টস (Titanates), ক ন্টাইল (nude), ই টা নিজাম, ডাই-অক্সাইড
(dioxide) প্রাণ তৈরি ও আর্ককে স্থির রাখে।
৭। আয়রন অক্সাইড (Iron oxide) স্লোগ তৈরি আর্ক স্থির রাখে, কোন উপাদানের অভাব পূরণ করে।
৮। ক্যালসিয়াম কার্বনেট (Calcium carbonate)
৯। অ্যাজবেস্টস (Asbestos)
১০। ফেরোম্যাংগানিজ (Ferro managanese)।
১১। পটাশিয়াম সিলিকেট (Potassium silicate)
১২। সোডিয়াম সিলিকেট (Sodium silicate)।