Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1421. গ্রাইন্ডিং হুইলে বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে নিচের ম্যাটেরিয়ালগুলোর কোনটি ব্যবহার করা হয় --
সিলিকন কার্বাইড ( Silicon carbide)
সোডিয়াম সিলিকেট (Sodium silicate)
বোরন কার্বাইন্ড (Boron carbide)
অ্যালুমিনিয়াম অক্সাইড (Aluminium oxide)
1422. সেন্টার টাইপ গ্রাইন্ডিং-এ জবকে --করে নিতে হয়।
সেন্টারিং
গ্রাইন্ডিং
ফিনিশিং
ড্রিলিং
1423. গ্রাইন্ডিং হুইলের পরিধি ব্যবহার করে গ্রাইন্ডিং করার ক্ষেত্রে হুইলের স্পিন্ডেল কীভাবে থাকে?
উল্লম্বভাবে
সমান্তরালভাবে
অনুভূমিকভাবে
লম্বভাবে
1424. কাটিং ফ্লুইড প্রধানত কত প্রকার?
২প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1425. গারনেটের কাজ কী?
ল্যাশিং-এর কাজ করার জন্য
কাচ গ্রাইন্ডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
1426. ওয়ার্কশিস এবং গ্রাইন্ডিং হুইল উভয়ই ঘুরে-
সারফেস গ্রাইন্ডারে
সিলিস্ট্রিক্যাল
ইন্টারন্যাল গ্রাইন্ডারে
কোনোটিই নয়
1427. বাফিং হইল তৈরি হয়-
শর্টার মেটাল (Sorter metal) দ্বারা
কটন ফেব্রিক (Cotton fabric) দ্বারা
গ্রাফাইট (Graphite) দ্বারা
কার্বন (Carbon) দ্বারা
1428. চালাইলোহ) (Cast iron) মেশিনিং করার সময় নিম্নলিখিত পুব্রিকেন্ট ব্যবহার করা হয়-
সোডা ওয়াটার
কেরোসিন
মিনারেল অয়েল
কোনোকিছুই নয়
1429. কোন ধরনের জবকে সেন্টারিং করার প্রয়োজন হয় না?
টুল গ্রাইন্ডার
সেন্টারলেস গ্রাইন্ডিং
সারফেস গ্রাইন্ডার
সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার
1430. সারফেস গ্রাইন্ডিং মেশিন মূলত কত প্রকার?
ব্যাখ্যা: সারফেস গ্রাইন্ডার (Surface grinder) (১) প্লেনার টাইপ (ব্যতিহার টেবিল সঞ্চালন) (Planer type-Reciprocating table) (২ ) হরিজন্টাল স্পিন্ডল (Horizonul spindle) (৩) ভার্টিক্যাল স্পিন্ডল (Vemical spindle) (৪) রোটেটিং টেবিল (Rotating able) বা রোটারি টাইপ (Rotary type)।
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1431. EDM হলো-
শক্তি নির্গমন পদ্ধতি
ইলেকট্রো-নির্গমন পদ্ধতি
শক্তি নির্দেশক পদ্ধতি
দক্ষতা নির্দেশক পদ্ধতি
1432. কোন ড্রিল খনির কাজে ব্যবহৃত হয়?
ট্রিফ্যানিং ড্রিল
কমুর ড্রিল
কোর ড্রিল
গান ড্রিল
1433. কর্তনকৃত ধাতুর আয়তন এবং গ্রাইন্ডিং হুইল ওয়‍্যার আয়তনের অনুপাতকে কী বলে?
গ্রাইন্ডিং রেশিও
সারফেস রেশিও
সিলিন্ড্রিক্যাল রেশিও
ইন্টারনাল রেশিও
1434. সয়িং (Sawing)-এর কাজে ব্যবহৃত তরলের নাম কী?
সয়িং ফ্লুইড
কাটিং ফ্লুইড
হ্যাক-স লিকুইড
ডিজেল
1435. নিচের কোনটি কঠিন কাটিং ফ্লুইড?
মলিবডেনাম
মিনারেল লার্ড অয়েল
অ্যামোনিয়া
নাইট্রোজেন
1436. ব্রোচিং কত প্রকার?
ব্যাখ্যা: ব্রোচিং মেশিনের প্রকারভেদ নিম্নে দেওয়া হলো- ১। পুল ব্রোচিং মেশিন (Pull broaching machine) ২। পুশ ব্রোডিং মেশিন (Push broaching machine) ৩। সারফেস ব্রোচিংমেশিন (Surface brouching machine): ৪ । কন্টিনিউয়াস ব্রোচিং মেশিন(Continuous broaching machine)
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1437. গ্রাইন্ডিং অপারেশন এক ধরনের-
শেপিং অপারেশন (Shapping operation)
জর্মিং অপারেশন (Forming operation)
সারফেস ফিনিশিং অপারেশন (Surface finishing )
ড্রেসিং অপারেশন (Dressing operation)
1438. সিলিন্ড্রিক্যাল এ্যাইন্ডিং মেশিনের প্রধান অংশ কোনটি?
বেস ও টেবিল
হইল হেড
হেডস্টক ও টেইলস্টক
সবগুলো
1439. প্রধানত কত ধরনের টুল এন্ড কাটার গ্রাইন্ডার পাওয়া যায়?
২ ধরনের
৪ ধরনের
৬ ধরনের
৮ ধরনের
1440. নিউমেটিক (Pnumatic) টুলে ব্যবহৃত হয়-
বায়ু
তরল
বিদ্যুৎ
বেল্ট-পুলি