1443. একটি ছিদ্র (Hole)-কে সাইজ ও মসৃণ (Finishing) করাকে বলে-
রিমিং (Reaming) ড্রিল করা ছিদ্রের মাপকে সুন্দর ও মসৃণ করতে রিমিং করা হয়। রিমার দিয়ে রিমিং করা হয়।
ট্যাপিং (Tapping): ছিদ্রের ভিতর থ্রেড কাটার পদ্ধতিতে Tapping বলে। Tapping inside thread কাটার জন্য ব্যবহৃত হয়।
নার্সিং (Knurling): লেদ মেশিনের টুল বিটের সাহায্যে কোনো জবের উপর খাঁজ কাটাকে নার্লিং বলে। এটি সাধারণত অমসৃণ আকৃতির হয়।
1444. কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে কী বলে?
ব্যাখ্যা: ড্রিল হেড (Drill head): ড্রিল মেশিনের যে অংশ স্পিন্ডল ড্রাইভিং মেকানিজমে সাহায্য করে তাকে ড্রিল হেড বলে।
ড্রিল ফিক্সচার (Drill fixture): ড্রিলিং কর্মপ্রক্রিয়ার সময় কার্যবস্তুকে দৃঢ়ভাবে মেশিনের টেবিলের ওপর আবদ্ধ করে ধরে রাখে। এটা ব্যবহারে ড্রিলিং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা যায়।
সেন্ট্রাল ড্রিলিং (Central drilling) কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে সেন্ট্রাল ড্রিলিং বলে।