ব্যাখ্যা: পাইরোমিটার হলো একটি রিমোট সেন্সিং খার্মোমিটার, যার খারা কোনো পৃষ্ঠের (Surface) তাপমাত্রা পরিমাপ করা হয়। ফার্নেস (Furnace), ইটের চুল্লি(Kilis) ইত্যাদির উদ্ধ তাপমাত্রা পরিমাপে পাইরোমিটার (Pyrometer) ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
2296. নির্দিষ্ট আয়তনের ওয়াটার ভেপারের ভর এবং একই তাপমাত্রায় ও আয়তনের স্যাচুরেটেড ওয়াটার ভেপারের ভরের অনুপাতকে কী বলে?
ব্যাখ্যা: কোনো নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট আয়তনের বাতাসের যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ঐ তাপমাত্রায় ঐ আয়তনের বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটির অনুপাতকে তুলনীয় বা আপেক্ষিক আর্দ্রতা বলে।