2389. অটোমোবাইল নয় কোনটি?
অটোমোবাইল একটি স্বয়ংক্রিয় যানবাহন (Vehicle), যা প্রাকৃতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে চলাচল করে এবং স্থলপথে যাত্রী ও মালামাল বহন করে। ব্যবহার (Use) বিবেচনা করে মোটরযানকে পাঁচ ভাগে শ্রেণিভেদ করা হ্যায়, যেমন-
(ক) অটোসাইকেল বা মোপেড, (খ) স্কুটার বা মোটর সাইকেল, (গ) কার (Car), (ঘ) বাস (Bus) ও ট্রাক (Truck) এবং (৫) ট্র্যাক্টর (Tractor)। সুতরাং, বলা যায় যে, আকাশপথে চলমান Aeroplane অটোমোবাইল নয়।