Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2461. রেফ্রিজারেশন সাইকেলে কম্প্রেসরকে কী বলা হয়?
যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে কম্পেসের বলে। কম্প্রেসর 5 প্রকার, যথা- (i) সেন্ট্রিফিউগাল কম্প্রেসর: (ii) রেসিপ্রোকেটিং কম্প্রেসর। (iii) রোটারি কম্প্রেসর। (iv) হিসেলেনিয়াম কম্প্রেসর। (v) রোটারি স্ক্র কম্প্রেসর।
হিট পাম্প
সেন্ট্রিফিউগাল পাম্প
রেসিপ্রাকেটিং পাম্প
কোনোটিই নয়
2462. কম্প্রেসরকে কোন সুইচের মাধ্যমে বন্ধ করা হয়?
This switch will shut the compressor off if the high- zide pressure exceeds some abnormal pressure, to prevent dansage to hose or line in the ac-compressor, the ac system and probably venting refrigerant into the atmosphere.
লো-প্রেসার কাট-অব সুইচ
হাই-প্রেসার রিলিফ ভালভ
পুশ সুইচ
হাই-প্রেসার কাট-অব সুইচ
2463. একটি ভেপার অ্যাবসর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে রেফ্রিজারেন্ট হিসেবে কী ব্যবহৃত হয়?
Vapour absorption refrigeration system-al প্রচলিতভাবে অ্যাকোয়া অ্যামোনিয়া Refrigeran হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। Ammania Hydrogen absorption дупе- Refrigerant হিসাবে Aqua refrigerum এবং Lithinn Bromide absorption zsystem- Refrigerant হিসাবে পানি (Water) বাবহার করা হয়ে থাকে। অ্যাকুয়া অ্যামোনিয়া সলুশনে অ্যামোনিয়া হিমায়ক হিসেবে এবং পানি শোষণকারী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়।
পানি
ফ্রেয়ন
অ্যামোনিয়া
অ্যাকুয়া অ্যামোনিয়া
2464. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ব্যাখ্যা: যে যন্ত্রের সাহায্যে বায়বীয় পদার্থের অণুসমূহকে সংকোচন করে চাপ ও তাপমাত্রা বাড়িয়ে নির্গমন করে গতিশীল করা হয়, তাকে কম্প্রেসর বলে।বাষ্প সংকোচন ও রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্ট সঞ্চালন করা। ইভাপোরেটর হতে আগত নিম্নচাপ ও তাপমাত্রায় তেপার রেফ্রিজারেন্ট ইনলেট ভালভ দিয়ে কম্প্রেসরে প্রবেশ করে এবং প্রত্যাবর্তী রুদ্ধতাপ পক্রিয়ায় সংকুচিত হয়। এরপর উচ্চ চাপ ও তাপমাত্রায় রেফ্রিজারেন্ট কম্প্রেসরের নির্গমন ভালভ দিয়ে কন্ডেসারে চলে যায়। অর্থাৎ, রেফ্রিজারেটরে ফ্রেয়নকে সংকুচিত করে এরপর চাপ ক তাপমাত্রা বাড়িয়ে কন্ডেসারে প্রেরণ করে।
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর চাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
2465. কম্প্রেসরের নির্গমন হতে কন্ডেন্সারের প্রবেশ পর্যন্ত সাইনকে কী বলা হয়?
লিকুইড লাইন
ডিসচার্জ লাইন
গরম লিকুইড লাইন
কোনটিই নয়
2466. তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাকে বলা হয়-
ব্যাখ্যা: ভরলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাকে Volaning Gasoline, acetone হলো Volatile liquid.
Volatily
Volatility
Volality
Velocity
2467. আবাসিক ভেপার কম্প্রেশন রেফ্রিজারেটর-এ সামাদ ব্যবহৃত রেফ্রিজারেন্ট কোনটি?
CO
R-12
অ্যামোনিয়া
সবকটি
2468. একটি রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্টের প্রবাহ, নিয়ন্ত্রিত হয় কোথায়?
কম্প্রেসরে
ইভাপোরেটরে
কন্ডেন্সারে
এক্সপানশন ভালভে
2469. ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনের প্রধান যন্ত্রাংশগুলো কী কী?
Compressor, condenser, evaporator and throttle valve
Compressor, evaporator, throttle valve and condenser
Compressor, evaporator, condenser and throttle valve
Compressor, condenser, throttle valve and evaporator
2470. ভেপার কম্প্রেশন সিস্টেমে কন্ডেন্সার অতিক্রমের পূর্বে রেফ্রিজারেন্ট-এর অবস্থা কী হয়?
ব্যাখ্যা: ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের যন্ত্রাংশসমূহের নাম হলো: (ক) কম্প্রেসর (খ) কন্ডেন্সার (গ) এক্সপানশন ডিভাইস (ঘ) ইভাপোরেটর। কাজঃ এদের কাজ নিচে বর্ণনা করা হলো- কম্প্রেসর (Compressor) & Compress (সংকোচন করা), Comprestim (সংকোচন পদ্ধতি), Compuetair (সংকোচন কন্ডেলার: ১। কম্প্রেসর থেকে আগত অতি উত্তপ্ত বাশ্ম হিমায়ককে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করা। ২। প্রয়োজন অনুযায়ী হিমায়ককে এক্সপানশন ডিভাইসে প্রেরণ করা। ৩। তরল হিমায়ককে রিসিভারে জমা রাখা। এক্সপানশন: (i) এক্সপানশন ডিভাইসের কাজ হলো ইভাপোরেটরে হিমায়কের প্রবাহ নিয়ন্ত্রণ করা। (ii) প্রবাহ নিয়ন্ত্রক পরিমিত মাত্রায় হিমায়ক প্রেরণের মাধ্য মুত্তাপোরেটরে এক্সপানশন অর্থাৎ সম্প্রসাই ত্বরান্বিত করে। এতে ইভাপোরেটরের কর্মদক্ষতা বৃদ্ধি করা।
স্যাচুরেটেড লিকুইড
ড্রাই স্যাচুরেটেড ভেপার
ওয়েট ভেপার
সুপারহিটেড ভেপার
2471. রেফ্রিজারেটরের Cooling coils frost জমা হলে কী ঘটে?
Heat transfer বৃদ্ধি পায়
COP বৃদ্ধি পায়
Power consumption বৃদ্ধি পায়
Power consumption কমায়
2472. এক্সপানশন ভালভ (Expansion valve) পার হওয়ার পর রেফ্রিজারেন্ট-এর অবস্থা-
উচ্চ চাপে সম্পৃক্ত তরল (High-pressure saturated liquid)
ভেজা (Wet) বাষ্প
নিম্নচাপে সম্পৃক্ত তরল
শুকনা (dry) বাষ্প
2473. ভেগার কম্প্রেশন সিস্টেমে কন্ডেলার অতিক্রমের ও রেফ্রিজারেন্টের অবস্থা কী হয়?
স্যাচুরেটেড লিকুইড
ওয়েট ভেপার
ড্রাই-স্যাচুরেটেড ভেপার
সুপারহিটেড ভেপার
2474. কোনটি বাষ্প সংকোচন পদ্ধতির উপাংশ?
ব্যাখ্যা: বাষ্প সংকোচন পদ্ধতির অংশগুলোর নাম হালা- (i) কম্প্রেসর (ii) কুলিং কয়েল বা ইভাপোরেটর (iii) কন্ডেন্সার (iv) এক্সপানশন ডিভাইস। (v) কন্ট্রোলিং ডিভাইস (vi) অ্যাকুমুলেটর। Ammonia-water suponer aburprion systems এর প্রধান অংশগুলো হলো- (i)কন্ডেলার (Condenser) (ii) ইভাপোরেটর (Evaporator) (iii) অ্যাবজর্বার (Absorber) (iv) জেনারেটর (Generator) (v) অ্যানালাইজার (Analyser) (vi) বেষ্টিফায়ার (Rectifieri ( vii) হিট এক্সচেঞ্জার (Heat exchanger) (viii) প্রেসার বিডিউসিং ভালভ (Pressure reducing valves ইত্যাদি।
জেনারেটর
পাম্প
সেপারেটর
কন্ডেন্সার
2475. রেফ্রিজারেশন চক্রে, রেফ্রিজারেন্ট (Refrigerant) হতে বাতাসে তাপ ত্যাগ করা হয় কীসে?
ব্যাখ্যা: রেফ্রিজারেশন চক্রে, (1) Compressor: এটি Refrigerant-এর চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি করার পাশাপাশি Saturated vapour-কে Superheated vapour-এ পরিণত করে। (ii) Condenser :এটি Compressor হতে প্রাপ্ত Vapunir refrigerant- constant pressure-এ রেখে তাপমাত্রা কমিয়ে (বাতাস বা কোনো মাধ্যম কর্তৃক তাপ ত্যাগ) Saturated liquid-এ পরিণত করে।
কম্প্রেসর (Compressor)
কন্ডেন্সার (Condenser)
ইভাপোরেটর (Evaporator)
এক্সপানশন ভালভ (Expansion valve)
2476. রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর সবচেয়ে ব্যবহার উপযোগী কোথায়?
ব্যাখ্যা: Compressor:It is the device which draws air from the atmosphere and compressed to the required pressure Compressors are of two types: 1. Positive displacement type compressor: Positive displacement type like reciprocating compressors, Root's blower, and vane-sealed machines. For air at very high pressure, we require the reciprocating compressors. The only disadvantage with reciprocating compressor is a low supply of air 2. Rotary type Compressor: Rotary rype tike centrifugal und axial flow compressor. Rotary compressors are best suited for a large quantity of air at low pressure.
উচ্চ চাপে বেশি পরিমাণ বাতাসের ক্ষেত্রে
নিম্ন চাপে বেশি পরিমাণ বাতাসের ক্ষেত্রে
নিম্ন চাপে কম পরিমাণ বাতাসের ক্ষেত্রে
উচ্চ চাপে কম পরিমাণ বাতাসের ক্ষেত্রে
2477. ভেপার কম্প্রেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হয় তা-
ব্যাখ্যা: ইভাপোরেটর: ইভাপোরেটরের কাজ এক্সপানশন চিত্তটা হতে আগত তরল হিমায়কের কাছে তাপ বর্জন করে ঠাঁচ হওয়া। ইভাপোরেটরের তাপ গ্রহণ করেই আগত তরল হিমাল বাষ্পীভূত হয়, ফলে ইভাপোরেটর প্রচুর ঠান্ডা
কম্প্রেশন
কনভেনশন
এক্সপানশন
ইভাপোরেশন
2478. ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হব-
কম্প্রেশনে
কন্ডেন্সেশনে
এক্সপানশনে
ইভাপোরেশনে
2479. কম্প্রেসরের সামর্থ্য সর্বোচ্চ হবে যখন তার গ্রহণ তাপমাত্রা (Intake temperature)-
সর্বোচ্চ হবে
বায়ুমণ্ডলীয় হবে
সর্বনিম্ন হবে
কোনোটিই নয়
2480. একটি ভেগার কম্প্রেশন সাইকেলে সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে?
কম্প্রেশনের পরে
এক্সপানশনের পরে
কন্ডেন্সেশনের পরে
ইভাপোরেশনের পরে