149. লৌহের কোন অপদ্রব্যটি ব্লো-হোলজাতীয় ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
ব্যাখ্যা: সালফার (Sulphur):
(ক) তারল্য দূর করে, ব্রো হোলের সৃষ্টি করে।
(খ) লোহার ভঙ্গুরতা বৃদ্ধি করে।
ফসফরাস (Phosphorus):
(ক) গলন তাপমাত্রা কমায়।
(খ) ফসফরাসের মাত্রা বাড়লে আয়রনের সামর্থী ও খাতসহতা বৃদ্ধি পায়।
ম্যাঙ্গানিজ (Manganese):
(ক) দোহাকে অক্সিজেনযুক্ত করতে সহায়তা করে।
(খ) লোহার তারল্য, সামর্থ্য ও কাঠিন্য বৃদ্ধি করে।
সিলিকন (Silicon):
(ক) ব্রা-হোল জাতীর ক্রটি সৃষ্টিতে বাধাদান করে।
(খ) লোহাকে ক্ষয় ও অ্যাসিড রোধ করে।