201. রেফ্রিজারেশন সাইকেলে কম্প্রেসরকে কী বলা হয়?
যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে কম্পেসের বলে।
কম্প্রেসর 5 প্রকার, যথা-
(i) সেন্ট্রিফিউগাল কম্প্রেসর:
(ii) রেসিপ্রোকেটিং কম্প্রেসর।
(iii) রোটারি কম্প্রেসর।
(iv) হিসেলেনিয়াম কম্প্রেসর।
(v) রোটারি স্ক্র কম্প্রেসর।