12. কোন শব্দের 'নারীবাচক শব্দ হয় না?
ব্যাখ্যা: 'সভাপতি' শব্দের স্ত্রীলিঙ্গ সভানেত্রী। আবার, 'সভাপতি' শব্দটি উভয়লিঙ্গ হিসেবে ধরা হয়। তবে আধুনিক বাংলা ব্যাকরণের নিয়মানুযায়ী, বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। যেমন: সাদিয়া রহমান সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি। শিক্ষক-শিক্ষিকা; গুরু-গুবী; বাঘ-বাঘিনী/বাঘী