Explained:লেভেল যন্ত্রের সমনায়-২ প্রকার (স্থায়ী, অস্থায়ী)। অস্থায়ী সমনায় ৫ টি ধাপে করা হয়। লেভেলিং প্রধানত ২ প্রকার (প্রত্যক্ষ, ও পরোক্ষ)। প্রত্যক্ষ লেভেলিং ৭ (সাত) প্রকার, পরোক্ষ লেভেলিং ৩ (তিন) প্রকার।
Explained: টেকোমিটায় হল এক ধরনের থিওডোলাইট যা দ্রুত পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে পৃথিবীর উপরস্থ কোন বস্তুর অনুভূমিক ও উলম্ব অবস্থান চিহ্নিত করে উগ্রতা পরিমাণ করা যায়। কম্পাসের সাহায্যে বিয়ারিং মাপা হয়। থিওডোলাইটের সাহায্যে দৈঘা ও অনুভূমিক কোন পরিমাণ করা হয়।
Explained: শিকল জরিপ ভূমি পরিপের জন্য শিকল জরিপ সবচেয়ে সহজ। যে জায়গায় জরিপ করতে হবে তা কতকগুলো ত্রিভুজে ভাগ করে নিতে হয় এবং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য শিকল দিয়ে মাপ করা হয়।
816. ত্রিভুজায়নে কোন ত্রিভুজের কোণের সর্বোচ্চ মান কত?
Explained: শিকল জরিপের ত্রিভুজায়ন কালে যে ত্রিভুজের কোন কোনই ১২০ডিগ্রি এর বেশী বা ৩০ ডিগ্রির কম হয় না, সেই ত্রিভুজকে সুঠাম স্কুল বলে। বিভুজায়ন জরিপে প্রতিটা।