1133. To what category do the gravel and sand belongs. (নুড়ি এবং বালি কোন শ্রেণীর )?
Explained: পানির উপস্থিতিতে নম্যতা প্রাপ্ত হয় না। যেমন:-নুড়ি এবং
বালি। সহজে বোঝার উপায় এদের আন্ত:আনবিক আকর্ষণ নেই বললেই চলে। সমুদ্র বা সাগরের তলদেশে জমা হওয়া মাটিকে সামুদ্রিক মৃত্তিকা (marine soil) বলা হয়। Expensive soil এমন মাটি বা পানির সংস্পর্শে প্রসারিত হয় এবং শুকিয়ে গেলে সঙ্কুচিত হয়। মাটির আয়তনের এই ক্রমাগত পরিবর্তনের ফলে এই মাটিতে নির্মিত কাঠামো অসমভাবে সরে যেতে পারে এবং ফাটল দেখা দিতে পারে। যেমন। এটেল মাটি।