Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1122. পাথরের পরীক্ষণ পদ্ধতিতে কয় ভাগের ভাগ করা যায়?
1123. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙ্গে?
৪০০ থেকে ৭০০ টন
৫০০ থেকে ৭০০ টন
৪৫০ থেকে ৭৫০ টন
কোনটি নয়
1127. তারাজু কাজে রঙিন সিমেন্ট মর্টারের অনুপাত কত?
১:৩
১:১/২
১:৪
১:২
1128. পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করার সময় জিপসাম দেওয়া হয় কেন?
সিমেন্ট জমাট বাঁধার সময় কমানোর জন্য
সিমেন্ট জমাট বাঁধার সময় বাড়ানোর জন্য
পোড়ানোর তাপমাত্রা কমানোর জন্য
ক্ষারতা কমানোর জন্য
1130. সর্বনিম্ন কত মিমি চালুনি দিয়ে অতিক্রম না করলে নমুনাকে কোর্স এলিগেট হিসেবে ধরা হয়?
4.75 mm
2.36 mm
5 mm
2.45 mm
1131. মার্কেল কোন শ্রেণির পাথর?
আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
কঠিন শিলা
পাললিক শিলা
1132. ভাল পাথর আর্দ্রতা যুক্ত করার জন্য নির্মাণের কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
৩ থেকে ৬ মাস
৬ থেকে ৯ মাস
৫ থেকে ১২ মাস
৫ থেকে ৮ মাস
1133. To what category do the gravel and sand belongs. (নুড়ি এবং বালি কোন শ্রেণীর )?
Explained: পানির উপস্থিতিতে নম্যতা প্রাপ্ত হয় না। যেমন:-নুড়ি এবং বালি। সহজে বোঝার উপায় এদের আন্ত:আনবিক আকর্ষণ নেই বললেই চলে। সমুদ্র বা সাগরের তলদেশে জমা হওয়া মাটিকে সামুদ্রিক মৃত্তিকা (marine soil) বলা হয়। Expensive soil এমন মাটি বা পানির সংস্পর্শে প্রসারিত হয় এবং শুকিয়ে গেলে সঙ্কুচিত হয়। মাটির আয়তনের এই ক্রমাগত পরিবর্তনের ফলে এই মাটিতে নির্মিত কাঠামো অসমভাবে সরে যেতে পারে এবং ফাটল দেখা দিতে পারে। যেমন। এটেল মাটি।
Cohesionless soil
Marine soil
Cohesive soil.
Expensive soil
1134. Slump টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত ইঞ্চি?
3/8 in
1/8 in
5/8 in
কোনটিই নয়
1135. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
প্লেট
গ্রানাইট
কোনটি নয়
1136. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1137. একটি উত্তম ইট ২৪ ঘন্টা পানিতে ভিজালে তার ওজনের কত অংশ পানি শোষণ করবে?
১/৬ অংশ
১/৭ অংশ
১/৩ অংশ
১/৪ অংশ
1138. তারাজু কাজে কত মিলিমিটার আকারের মার্কেল পাথর ব্যবহার করা হয়?
৪ থেকে ৭ মি.মি.
৫ থেকে ১০ মি.মি.
৩ থেকে ৬ মি.মি.
কোনটি নয়
1139. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?
২.৭০ কেজি
৪.৭৫ কেজি
২.৭৫ কেজি
৪.৭৫ কেজি
1140. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°c
১৯০০° c
২৭০০°c
২০০০°c