Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1321. এক ঘনমিটার Reinforced Cement Concrete-এর ওজন কত?
23.60kn/m x 1000N/kn × ¼.45 ×1/3.20 = 2400 kg/ 150 lb উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. এক ঘনমিটার RCC এর ওজন কত- 2400 kg. 2. স্টিলের একক ওজন কত- 7850 Kg/m^3. 3. Cement এর একক ওজন কত--1440 Kg/m^3. 4. ইটের একক ওজন কত- 1110 Kg/m^3. 5. ইটের গাঁথুনির একক ওজন কত- 1920 Kg/m^3.
2000 kg
1200 kg
2400 kg
2500 kg
1322. The weight of cement in one bag is-
Weight of I bag cement = 50 kg =0.0347 m²-1.25 ft 3 উত্তর সহ কয়েকটি অনুরণ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Water cement ratio is generally expressed in volume of water required per 50 kg 2. For batching 1:3:6 concrete mix by volume, the ingredients required per bag of 50 kg cement, are: 105 litres of sand and 210 litres of aggragates. 3. If 50 kg of fine aggregates and 100 kg of coarse aggregates are mixed in a concrete whose water cement ratio is 0.6, the weight of water required for harsh mis, is-14 kg 4.Maximum quantity of water needed per 50 kg of cement for M 15 grade of concrete is -32 liters
45 kg
50 kg
60 kg
65 kg
1323. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য?
প্রিজময়েভাল সূত্রের সাহায্যে অপেক্ষাকৃত মাটির কাজের আয়তন নির্ণয় করা হয়। কারণ, প্রিজময়েডাল সূত্রের সাহায্যে আয়তন নির্ণয়ের জন্য বেশি সংখ্যক সেকশন বিবেচনা করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Soil এর Settlement নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয় Compression index. 2. সাধারণত কোন মাটিতে কনসলিডেশন টেস্ট করা হয় - কাদা। 3. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? – গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা ? 4. কোনটি pH এর Formula--log[H+]. 5. Radius of gyration এর formula K-V(Imin/A). 6. Soil এর OMC নির্ণয় করার জন্য কোন test করা হয় - Proctor test.
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজমডোল সূত্র
সবগুলোই
কোনোটিই নয়
1324. এক ঘনমিটার চুনের ওজন-
উত্তর সহ কয়েকটি অনুরূপ ভেরুত্বপুন প্রশ্ন 1. স্টিলের একক ওজন কত - 7850 Kg/m^3. 2. Cement এর একক ওজন কত - 1440 Kg/m^3. 3. ইটের একক ওজন কত - 1110 Kg/m^3. 4. এক ঘনমিটার পানি সমান - 1000 লিটার পানি।
৬৪০ কেজি
৬৮০ কেজি
৬৯০ কেজি
৭০০ কেজি
1325. For 100 m² one layer Herring Bone Bond area, the quantity of metric brick required is- [100 m² জায়গায় এক জ্বর হেরিং বোন বন্ড এর জন্য মেট্রিক ইটের সংখ্যা হল---
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ১. Herring bone bond is used for Walls having thickness more than 4 bricks, Architectural finish to the face work, Ornamental panels in brick flooring. ২. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত- ৫২ টি ৩. As compared to English bond, double Flemish bond is-Morz compact. 8. To construct a 10 cm thick partition wall, you will prefer-Stretcher bond. ৫. The purpose of reinforcement in pre-stressed concrete is To impart initial compressive stress in concrete
5000 nos.
5100 nos.
5200 nos.
5500 nos.
1326. এক মিমি পুরো ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত?
প্লেইন শিটের মোট আয়তন = 1/1000 × 100 = 0.1m² প্রতি ঘনমিটারে শিটের ওজন = 7850 kg শিটের ওজন = 0.1 x 7850 = 785 kg উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরু হলুন প্রশ্ন 8. 1 ঘন মিটার লোহার ওজন 7850 Kg. 9. 1 ton 1000 Kg. 10. এক ঘনমিটার RCC এর ওজন কত- 2400 kg. 11. স্টিলের একক ওজন কত- 7850 Kg/m^3.
৬৮৫ কেজি
৭০০ কেজি
৭৮৫ কেজি
৮৮৫ কেজি।
কোনোটিই নয়
1327. W/C এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন
0.80 = পানি /50 পানি = ২২.৫ লিটার। উত্তর অহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. W/C এর অনুপাত 0.45, 1 bag Cement এ পানির প্রয়োজন 22.5 litre. 2. Concrete এর শক্তিকে প্রভাবিত করে কোনটি W/C ratio. 3. W/C means - Water / Cement. 4. 1 gallon = 10 lb.
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
1328. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত -
একস্তর ইটের এক বর্গ মিটার জায়গা হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন ৫২ টি। চর সহ কয়েকটি অনুরণ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1 বর্গমি, জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা 52 টি। 2. 5" পুরু Brick work এর জন্য cement Sand Mortar এর অনুপাত কত- 1:4 3. গাঁথুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ ৩৫৯% 4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন- 410 টি। 6. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি। 7. ৫০০ মিটার লম্বা এবং ২ মিটার উঁচু সীমানা প্রাচীর তৈরির জন্য প্রয়োজনীয় ইটের সংখ্যা হল 52000 ৪. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি। 9. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
31 টি
52 টি
42 টি
62 টি
1329. Casting material needed for a slab is 1250 cft. If amount of cement is 10% then cement required--
Amount of cement 1250x1 0/100 x 0.8 = 100 bag. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বল্গুন প্রশ্ন 1. The maximum permissible size of aggregates to be used in casting the ribs of a slab, is - 10 mm 2. The respective storm totals at three surrounding stations A, B and C are 110, 90 and 70 mm. If the normal annual precipitation amounts at stations X, A, B and C are respectively 1000, 1100, 1200 and 1250 mm, the estimated storm precipitation at X is 77 mm 3. The deflection of a uniform circular bar of diameter d and length, which extends by an amount under a tensile pull, when it carries the same load at its mid-span, is eP/3d 4. For given workability the grading requiring the least amount of water is one that gives - Greatest surface area for the given cement and aggregates
125 bag
100 bag
130 bag
107 bag
1330. ৫০ মিমি × ৮ মিমি এক কুইন্টাল এমএস ফ্লাটবারের দৈর্ঘ্য কত ?
ফ্লাটবারের দৈর্ঘ্য = ওজন / বারের ক্ষেত্রেফল x স্টিলের গণত্ব 1x100 / (0.05×0.0008)×7850 = 31.85 মিটার উত্তর সহ কয়েকটি অনুরণ চৈরুত্বপুর্ন প্রশ্ন 5. 600 mm día 3 30 m দীর্ঘ একটি cast in situ pile 1:1.5:3 অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন - 70 bags. 6. 1 bag cement এর আয়তন কত- 0.035 m^3. 7. 1 m^3 cement - 30 bags. 8. 1 m^3 steel - 7850 Kg.
৩০.৮৫ মি.
৩১.৮৫ মি.
৩২.৮৫ মি.
১৩৩.৮৫ মি.
1331. For 12 mm thick cement plastering (1.6) on 100 m² new brick work, the quantity of cement required is- - [100 m² নতুন ইটের কাজে 12mm পুরুত্বের সিমেন্ট প্লাষ্টারিং (1:6) এ প্রয়োজনীয় সিমেন্টের পরিমাণ হল
সঠিক উত্তর নাই। সঠিক উত্তর:- 0.274 m3 উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন 1. For 12 mm thick cement plastering 1: 6 on 100 sq.m new brick work, the quantity of cement required, is- 0.274 m3 2. The item of steel work which is measured in sq.m, is- Collapsible gates, Rolling shutters, Ventilators and glazing ৩. The damp proof course (D.P.C.) is measured in - Sq. m. 8. For 100 sq. m cement concrete (1: 2: 4) 4 cm thick floor, the quantity of cement required, is-0.94 m3 e. ৫. The expected out turn of brick work in cement mortar in foundation and plinth per mason per day, is -1.25 m3.
0.00 m³
0.157 m³
0.171 m³
0.117 m³
1332. ১ হেক্টর সমান-
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1 হেক্টর = 10000 বর্গমি. 2. 1 decimal = 435.6 sft. 3. 1 katha = 720 sft. 4. 1 inch = 2.54 cm. 5. Im = 3.28 ft.
১০০০০ বর্গমিটার
১০০০ বর্গমিটার
১০০০০০ বর্গমিটার
১০০ বর্গমিটার
1333. 1:2:4 অনুপাতে 50 ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ?
mix ratio of concrete 1:2:4 যেখানে, Cement : Sand: Aggregate এখানে, Shrinkage factor = 1.5 কংক্রিটের মোট আয়তন = 50×(1.5) = 75 ঘনফুট সিমেন্ট লাগবে = 75 × 1 / 1+2+4 ঘনফুট 10.72/1.25 (১.২৫ ঘনফুট = ১ ব্যাগ = 8.57 bags = 9 bags
5 ব্যাগ
9 ব্যাগ
7.5 ব্যাগ
11ব্যাগ
1334. এক ঘনমিটার Brick Masonry কাজে কয়টি ইট লাগে?
ইটের সাইজ = 254mm × 127mm x 76mm কাজের পরিমাণ= 1 m³ মোট ইট লাগবে = 1/0.254×0.127×0.076 = 393.70079 = 400 Pcs উত্তর সহ কয়েকটি অনুরুল চেরুত্বপুন প্রশ্ন 1. এক ঘনমিটার brick masonry কাজে কয়টি ইট লাগে- 410 টি। 2. 5" পুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 1:4. 3. গাঁথুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ ৩৫%. 4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6. 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন- 410 টি। 6. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি। 7. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি। ৪. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
500
400
450
350
1335. 1: 2: 4 অনুপাতে 200cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমান আনুমানিক কত?
Concrete Volume 200×(1.5) shrinkage factor 300 cft Ratio of cement: sand: coarse aggregate ⇒1:2:4 coarse aggregate = 300 x 1/7 = 171.42cft = 171 cft উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূণ প্রশ্ন 1. 1:2:4 অনুপাতে 200 cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমাণ আনুমানিক কত- 170 cft. 2. 7:2:2 অনুপাতে জলছাদ তৈরির জন্য 10 ঘনমিটার কাজে চুনের পরিমাণ কত- 2.73 m^3. 3. 1:4 অনুপাতে 10 mm পুরু সিমেন্ট প্লাস্টার করতে 10 বর্গমিটার এ কত ব্যাগ সিমেন্ট লাগবে 0.9 bag. 4. ১:৩:৬ এর মিশ্রিণ অনুপাতে ১০০ cft RCC ছাদের ঢালাইলেয় জন্য সিমেন্ট প্রয়োজন 12 bag 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনির (1:6) কাজে কত ব্যাগ সিমেন্ট লাগবে 1.5 bags. 6. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত পশুর শুকনা কংক্রিটের প্রয়োজন?- 150 cft.
170 cft
100 cfl
200 cft
136 cft
1336. ১৪৩:৬ অনুপাতের ১০ ঘনমিটার সিমেন্ট কংক্রিটে সিমেন্টের পরিমাণ কত ?
ভেজা মসলা = 10m³ শুষ্ক মসলা = ১০০×১.৫=১৫ m³ অনুপাত= ১+৩+৬=১০ * সিমেন্ট 15x1/10 x 30 = 45 ব্যাগ।
40 ব্যাগ
45 ব্যাগ
44 ব্যাগ
46 ব্যাগ
1337. এক ঘনফুট লোহার ওজন কত?
ঘনফুট লোহার ওজন 233 কেজি বা 490 Ib। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন 1. এক ঘনফুট লোহার ওজন - 490 lb. 2. 1 ঘনমিটার লোহার ওজন - 7850 Kg. 3. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত - 1.58 kg 4. 1 ton = 1000 Kg. 5. 1 কুইন্টাল = 100 Kg. 6. লোহার একক ওজন নির্ণয়ের সূত্র = D 2mm/162.2 Kg/m. 7. 1 m দৈর্ঘ্যের 12 mm লোহার ওজন কত 0.888 kg
100 Ib
200 lb
400 Ib
490 Ib
1338. ১০০ বর্গফুট HBB- এর জন্য ইটের প্রয়োজন বিষয়ক মন্ত্রণালয় -
নোট Note:- HBB-এর জন্য ইটের প্রয়োজন = 100 /(10/12) x (2/12) = 480টি। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্নে 1. 100 sft জায়গায় HBB করতে ইটের প্রয়োজন - 480. 2. 1 বর্গমিটার জায়গায় HBB করতে কতটি ইটের প্রয়োজন - 52. 3. HBB means - Herring Bone Bond. 4. 1 বর্গমিটার জায়গায় এক স্তর সোলিং করতে কতটি ইটের প্রয়োজন - 31.
৬০০টি
৫০০টি
৪৫০টি
৫৫০টি
1339. ১:৩:৬ অনুপাতে ১০০ কনক্রীটে সিমেন্ট প্রয়োজন -
অনুপাত ১:৩:৬ ⇒ সিমেন্ট:বালু: এগ্রিগেট ⇒ সিমেন্ট=১০০×১.৫ x ১/ ১+৩+ ৬ = ১৫ Cft ⇒ ১৫/ ১.২৫ ⇒১২ ব্যাগ উত্তর সহ কয়েকটি অনুরুপ ভেরুত্বপূর্ণ প্রশ্ন 1. ১:৩:৬ অনুপাতে ১০০ cft কংক্রিটে সিমেন্ট প্রয়োজন -১২ ব্যাগ। 2. 1 ঘনফুট cement কত bags- 0.8 bags. 3. 1 ঘনমিটার cement কত bags 30 bags. 4. Dry mortar এর পরিমাণ wet mortar এর কত গুণ - 1.5. 5. । ঘনমিটার খোয়ার জন্য কতটি ইটের প্রয়োজন 320 nos. 6. 1 ঘনফুট খোয়ার জন্য কতটি ইটের প্রয়োজন 9 nos.
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
১১ ব্যাগ
1340. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
note: একটি বাঁধের উপরি প্রন্থ 16m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের গ্রন্থ কত- 24m. উত্তর সহ কয়েকটি অনুরুপ অরুত্বপুন প্রশ্ন 1. একটি বাঁধের উপরি প্রস্থ 16 m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের প্রন্থ কত - 24m. 2. যে তল বরাবর রাস্তার মাটি খনন ও ভরাট করা হয় তাকে বলে গঠন তল। 3. রাস্তার পার্শ্বে ঘাসের চাপড়া বসানো হলে তাকে বলে টার্ফ। 4. মাটির ভাঙ্গন ও শিয়ার প্রতিরোধের জন্য যে কোণে তীর্যকভাবে তৈরি করা হয় তাকে বলে পার্শ্বটাল। 5. স্বাভাবিকভাবে মাটির স্তুপের পার্শ্বতল আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে স্থিরতা কোণ / Angle of repose. 6. 1:2 পার্শ্বটালের 2 দ্বারা কি বুঝায় - অনুভূমিক দৈর্ঘ্য। 7. 120 m দৈর্ঘ্যের একটি রাস্তার পার্শ্বঢাল 1.5:1 এবং উচ্চতা 3 m হলে টার্ফের কাজের পরিমাণ কত- 1298 m^2.
৮৬ মিটার
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার