4886. নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
তথ্য: ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী
স্মৃতিশক্তি। কারণ কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলেও এর
সব তথ্য অপরিবর্তিত থাকে। অর্থ্যাৎ এতে সংরক্ষিত তথ্যের কোনো
পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধন করা যায় না। অপরদিকে RAM
(Random Access memory) হচ্ছে কম্পিউটারের অস্থায়ী
তথ্যভান্ডার। কারন বিদ্যুৎ চলে যাওয়া বা কম্পিউটার বন্ধ করার সাথে
এ স্মৃতিভান্ডার মুছে যায়। Spreadsheet হচ্ছে একটি ডাটা এন্টি
প্রোগ্রাম। আর XP professionals হচ্ছে কম্পিউটার অপারেটিং
সিস্টেম। এরুপ আরো কয়েকটি অপারেটিং সিস্টেম হলো:
MSDOS, PC DOS, MS EINDOWS 95/98/2000,
XENISM LINUX. ইত্যাদি।