সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
Explained: টেকোমিটায় হল এক ধরনের থিওডোলাইট যা দ্রুত পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে পৃথিবীর উপরস্থ কোন বস্তুর অনুভূমিক ও উলম্ব অবস্থান চিহ্নিত করে উগ্রতা পরিমাণ করা যায়। কম্পাসের সাহায্যে বিয়ারিং মাপা হয়। থিওডোলাইটের সাহায্যে দৈঘা ও অনুভূমিক কোন পরিমাণ করা হয়।
Explained: যে জরিপে পৃথিবীর বজ্রাতার হিসাব করা হয় না অথা ১০০ বর্গ মাইল বা ২৫০ বর্গ কি: মি: এর কম, এলাকার জন্য যে জরিপ পরিচালনা করা হয় তাকে সমতল জরিপ বলে। স্বল্প পরিসর স্থানে পৃথিবীর বক্রাতার খুব একটা প্রভাব থাকে না বিধায় সমতল জরিপে সূক্ষতা বজায় থাকে।
curvature of earth taken into consideration.
curvature of earth is not taken into consideration.
the survey extend over small area the survey extend over large area
Explained: শিকল জরিপ ভূমি পরিপের জন্য শিকল জরিপ সবচেয়ে সহজ। যে জায়গায় জরিপ করতে হবে তা কতকগুলো ত্রিভুজে ভাগ করে নিতে হয় এবং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য শিকল দিয়ে মাপ করা হয়।
Explainedঃ টেকোমিটার হল এক ধরনের থিওডোলাইট বা দ্রুত পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে পৃথিবীর উপরস্থ কোন বস্তুর অনুভূমিক ও উলম্ব অবস্থান চিহ্নিত করে উচ্চতা পরিমাপ করা যায়।
175. ত্রিভুজায়নে কোন ত্রিভুজের কোণের সর্বোচ্চ মান কত?
Explained: শিকল জরিপের ত্রিভুজায়ন কালে যে ত্রিভুজের কোন কোনই ১২০ডিগ্রি এর বেশী বা ৩০ ডিগ্রির কম হয় না, সেই ত্রিভুজকে সুঠাম স্কুল বলে। বিভুজায়ন জরিপে প্রতিটা।
Explained:লেভেল যন্ত্রের সমনায়-২ প্রকার (স্থায়ী, অস্থায়ী)। অস্থায়ী সমনায় ৫ টি ধাপে করা হয়। লেভেলিং প্রধানত ২ প্রকার (প্রত্যক্ষ, ও পরোক্ষ)। প্রত্যক্ষ লেভেলিং ৭ (সাত) প্রকার, পরোক্ষ লেভেলিং ৩ (তিন) প্রকার।
Explained: লেভেল যন্ত্রের সমন্বয় বলতে এর মৌলিক রেখাগুলোকে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সঠিকভাবে রাখা এবং কয়েকটি সম্পর্কের সঠিক অবস্থায় আনয়ন করাকে বুঝায়। লেভেল যন্ত্রের সমন্বয় ২ প্রকার। যথা: ১. স্থায়ী সমন্বয় ২. অস্থায়ী সমন্বয়
180. ত্রিভুজায়নে কোনো ত্রিভুজের কোণের সর্বোচ্চ মান কত?
Explained, সুঠাম ত্রিভূজ (Well Shaped Triangle): শিকল জরিপের ত্রিভুজাকার কালে যে ত্রিভুজের কোন কোনই 120' এর বেশি বা 30' এর কত হয় না সেই তিতুজকে সুঠাম ত্রিভুজ বলে।