Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স MCQ
221. নিচের কোনটি নোবেল গ্যাস-
Explained: নোবেল গ্যাস হল সেই সমস্ত গ্যাস যেগুলো অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। এগুলি নিষ্ক্রিয় গ্যাস হিসাবেও পরিচিত। এগুলিকে পর্যায় সারণীর ১৮তম শ্রেণীতে পাওয়া যায়। ছয়টি নোবেল গ্যাস হল হিলিয়াম (He), নিয়ন (Ne), Argon (Ar), Krypton (Kr), জেনন (Xe) এবং Radon (Rn)
অক্সিজেন
হাইড্রোজেন
নিয়ন
নাইট্রোজেন
222. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্থতার জন্য
Hydraulic gradient এর জন্য
পানির পরিমাপের জন্য
223. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করো –
Explained: Pascals Law: কোন আাবদ্ধ স্থির তরলের যে কোন অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তীত থেকে তরল পদার্থের মধ্যে দিয়ে চার দিকে সমান ভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। প্যাসকেলের নামানুসারে একে প্যাসকেলের সূত্র বলে।
বানোলির সূত্র
নিউটনের সূত্র
প্যাসকেলের সূত্র
রনের সূত্র
225. A hydraulic jump is formed when-
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A hydraulic jump is generally formed when a stream moving with - A hyper-critical velocity meets a stream moving with a sub-critical velocity 2. Pick up the incorrect statement from the following. Culturable commanded area is the gross area of an irrigation canal system less - Fallow land 3. The downstream expansion head of a guide bank is extended to subtend an angle at the centre, equal to 45 4. A fall which maintains its depth, is - A trapezoidal notch fall, A low weir fall, A rectangular notch fall 5. A current meter measures the velocity of flow, if it is held-At any point within the cross-section
a sub-critical flow strikes against a super-critical flow
a super critical flow strikers against sb-critical flow
the two flows of super critical velocity meet each other
the two flows os sb critical velocity meet each other.
226. পানির পাইপে পানির বিপরীত সূচি প্রবাহ বন্ধ করার জন্য ব্যবহৃত বাবু এর মান-
Scour Valve
Reflex Valve
Air Valve
Gate Valve
227. তরল পদার্থের প্রবাহ বলতে বুঝায় অনবরত নির্গমনের পরিমাণ-
খালে
পাইপ পথে তরলের
নদী পথে
উপরের কোনটিই নয়
228. ভেনচুরি মিটার দিয়ে নির্ণয় করা হয়-
নির্গমন
হেড
যেন
ভ্যাকুয়াম
230. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করা হয়?
2/7r^2
20/7 r^2
22/7 r^2
25/7 r^2
231. In vicat's apparatus, the diameter of vacate plunger is-
Explained: The diameter of vicat plunger is 10 mm and the length of vicant plunger is vicate apparatus vaies form 40 to 50 mm. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The diameter of the Vicat plunger is 10 mm and its length varies from-40 mm to 50 mm 2. A hydraulic press has a ram of 15 cm diameter and plunger of 1.5 cm. It is required to lift a weight of 1 tonne. The force required on plunger is equal to -10 kg 3. Gypsum is added for Controlling setting time 4. Modulus of elasticity of steel as per IS: 4561978 shall be taken as-200 kN/mm² 5. The grade of concrete M 150 means that compressive strength of a 15 cm cube after 28 days, is -250 kg/cm2 6. The cement becomes useless if its absorbed moisture content exceeds-5%
5 mm
15 mm
10mm
20 mm
233. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
পিজোমিটার
ভেনচুরিমিটার
বর্ডনটিউব গেজ
234. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষতা সমতা
উপরের সব কয়টি
235. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
236. Water hammer in pipes is due (পাইপে Water hammer ঘটবে যখন)--
Explained: যখন একটি দীর্ঘ পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল হঠাৎ পাইপের শেষে valve বন্ধ করে স্থির করা হয়, তখন ভালভের পিছনে উচ্চ তীব্রতার একটি চাপ তরঙ্গ তৈরি হয়। উচ্চ তীব্রতার এই চাপের তরঙ্গ পাইপের দেয়ালে হাতুড়ি মারার প্রভাব ফেলে। এই ঘটনাটি Water hammer বা হ্যামার ব্রো নামে পরিচিত। জল বিদ্যু কেন্দ্রে এমন ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সার্জ ট্যাংক তৈরি করা হয় বা উচ্চ তীব্রতার এই চাপের তরঙ্গ প্রশামিত করে পাইপে ফাটল রোধ করে। Water hammer এর মাত্রা নির্ভর করে-- পাইপ লাইনের দৈর্যা পাইপ উপাদানের ইলাস্টিক বৈশিষ্ট্য প্রাবাহিত তরলের ইলাস্টিক বৈশিষ্ট্য এবং ভালভ বন্ধের গতি।
excessive leakage of flowing fluid
bursting of pipe under high pressure
sudden stoppage of flow by the closure of a valve
hitting of pipe with hammer.
237. কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল –
Explained: পারদ ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। পারদের ভর সংখ্যা 200.59 এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী তরল ধাতু।
জার্মেনিয়াম
পারদ
বোরন
সোডিয়াম
238. প্লবতা হলো তরলের নিমজ্জিত বক্কর-
বাতাসের নিম্ন মুখী চাপ
বস্তু কর্তৃক নিম্ন মুখী চাপ
তরল কর্তৃক উর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
239. A manometer is used to measure-
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Differential manometer is used to measure- Difference of pressure between two points 87 2. Non uniform flow occurs when Velocity, depth, pressure, etc, change from point to point in the fluid flow
law pressure
high pressure
moderate pressure
atmospheric pressure
240. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণায় মোড হেড-
সমান
পরিবর্তনশীর
অসমান
শূন্য