323. একটি one-way slab-এর long এবং short span এর অনুপাত কত হয়?
ব্যাখ্যা: যে স্ল্যাবের শুধু দৈর্ঘ্য বরাবর বিম সাপোর্ট থাকে এবং এর স্ল্যাবের দৈর্ঘ্য (L) ও প্রস্থ (B)-এর অনুপাত যদি 2-এর সমান বা বেশি হয়, তবে তাকে ওয়ানওয়ে স্ল্যাব বলে (22)1
ব্যাখ্যা: কোনো মাটির কার্যকরী আকার (Effective size) এমন একটি আকার, যে আকারের চেয়ে ঐ মাটিতে 10% মাটিকণা সূক্ষ্ম এবং 90% মাটিকণা স্কুল। এ আকারকে দ্বারা প্রকাশ করা হয়।
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
338. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।