54. নিচের কোনটি পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
Explained, টার হল কাঠের একটি উপজাত, আলকাতরা বা টার এবং বিটুমিন উভয়ই দেখতে একই রকম এবং পেভমেন্টের জন্য ব্যবহৃত হয়। আবার, অপরিশোধিত টারকে পানিশুন্য করে আংশিক পাতন করলে পিচ পাওয়া যায়। এতে মুক্ত কার্বন থাকে এবং এটা বাধনী গুণ সম্পন্ন।