Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- Correct translation in English:
ব্যাখ্যা: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর Smoking is telling upon health. Tell upon ক্ষতিকর [তথ্যসূত্রঃ Master English]
Smoking is bad for health
Smoking is telling upon health.
Smoking was a bad habit.
Smoking is dangerous for health.
63. অন্যদিকে মন নেই যার' বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি?
ব্যাখ্যা: অন্যদিকে মন নেই যার অননামনা যার অন্য উপায় নেই অনন্যোপায়। অন্য গতি নেই যার- অগত্যা [তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, হায়াৎ মামুদ]
অনন্যমনা
অগত্যা
অন্যপেক্ষা
অনন্যোপায়
64. তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
ব্যাখ্যা: তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার। এটি একটি দ্বিগু সমাস। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাচার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। যেমন- নবরত্ন, সপ্তাহ, ত্রিকাল, তেমাথা, শতাব্দী ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
65. The spectator was a lady. --?
ব্যাখ্যা: The correct tag question for the statement "The spectator was a lady." is: "wasn't she?" So, the complete sentence would be: "The spectator was a lady, wasn't she?" Explanation: The original statement is affirmative, indicating that the spectator was indeed a lady. The tag question "wasn't she?" is used to seek confirmation or agreement with the statement. The contraction "wasn't" is the contracted form of "was not" in the negative form of the verb "to be" (was), which matches the past tense of the verb used in the original statement. [তথ্যসূত্রঃ Master English]
isn't she
was she
wasn't she
was she not
66. Who will help you? The passive form is -
ব্যাখ্যা: Who will help you?' বাক্যটির Passive form হবে- By whom will you be helped? Who যুক্ত active voice কে passive voice করার জন্য by whom ব্যবহার করতে হবে। Sentence টি past indefinite tense এ হাওয়ায় verb to be হিসেবে were বসবে। [তথ্যসূত্রঃ Master English]
By whom will you be helped?
By whom you will be helped?
By whom will you helpede?
By whom would be helped?
67. Move and die. Make it simple:
ব্যাখ্যা: Compound: Move and Die. Simple: By moving you will die. Rule: By + প্রথম verb এর সাথে "ing" যোগ করে প্রথম clause কে সংক্ষেপ করা হয় এবং ২য় clause এর future tense ব্যবহার হয়। [তথ্যসূত্রঃ Master English]
If you move, you will die
By moving you will die
Without moving you will die
If you do not move, you will die
68. Choose the correct answer:
ব্যাখ্যা: Structure: A few number of + Plural noun + Singular Verb + Object/Ext A few number of students was present. [তথ্যসূত্রঃ Master English]
A few number of students were present.
A few number of students was present.
A few number of student were present.
A small number of students were present.
70. A letter is going to be written by me'- Make it active:
ব্যাখ্যা: The active form of the sentence "A letter is going to be written by me" is: "I am going to write a letter." In the active voice, the subject performs the action of the verb. In the given sentence, "A letter is going to be written by me," the subject is "me," and the action of writing is being performed by "me." So, to convert this sentence into the active voice, we need to rephrase it to have "I" as the subject and make "I" the doer of the action. Therefore,the active form "I am going to write a letter" accurately reflects this change,with "l" as the subject performing the action of writing the letter. [তথ্যসূত্রঃMaster English]
I am going to write a letter
will write to letter
I am writing a letter
I will be going to write a letter
72. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ব্যাখ্যা: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি 'বৌদ্ধগান ও দোহা' বা 'চর্যাপদ' নামেই অভিহিত হয়ে থাকে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. সুকুমার সেন এবং ড. অসিতকুমার বন্দোপাধ্যায় এর মতে চর্যাগীতির রচনাকাল দশম-দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাগীতির। পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি। শ্রীকৃষ্ণকীর্তন হল বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। আদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। এটি মধ্যযুগের রচনা। বঙ্গবাণী রচয়িতা আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
বঙ্গবাণী
অন্নদামঙ্গল কাব্য
74. Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
ব্যাখ্যা: Ratio- অনুপাত, Row-সারি, Fraction- ভাগ্নাংশ। [তথ্যসূত্রঃ Cambridge Dictionary]
নিত্যক্রম
অনুপাত
ভগ্নাংশ
সারি
75. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
ব্যাখ্যা: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন ২.ল, সেমিকোলন বসে। কমা বা পাদচ্ছেদ এর বিরতিকাল ১ বলার সময়। সেমিকোলন এর বিরতিকাল-১ বলা দ্বিগুণ সময়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
দাঁড়ি
কোলন
সেমিকোলন
ড্যাস
77. A speech full of many word is--
ব্যাখ্যা: Verbose speech অর্থ শব্দাড়ম্বরপূর্ণ বক্তৃতা অর্থাৎ a speech full of too many words. The correct option is: "a verbose speech." Explanation: The term "verbose" refers to using more words than necessary, often resulting in lengthy and overly detailed speech or writing. Therefore, "a verbose speech" describes a speech that is full of many words, but may lack conciseness or clarity due to excessive verbosity. [তথ্যসূত্রঃ Master English]
a large speech
an ornamental speech
maiden speech
a verbose speech
78. The enemy give in the last. Here give in means-
ব্যাখ্যা: The correct option is: "yielded." Explanation: In this context, "give in" means to surrender or to admit defeat. Therefore, "yielded" is the most appropriate synonym for "give in" in this sentence, as it conveys the idea of the enemy surrendering or giving up. Additional explanation with other options: 1. "Friday": "Friday" is a day of the week and doesn't relate to the action of the enemy giving in. 2. "Fainted": "Fainted" means to lose consciousness, which doesn't match the meaning of the sentence where the enemy is giving in. 3. "Moved back": While "moved back" could suggest a retreat or withdrawal, it doesn't capture the specific meaning of the enemy surrendering or admitting defeat, as conveyed by "give in" in the sentence. Therefore, "yielded" remains the most suitable option as it accurately reflects the idea of the enemy giving in or surrendering. [তথ্যসূত্রঃ Master English]
Friday
yielded
fainted
Moved back
79. The synonym of 'intimidate' is-
ব্যাখ্যা: The synonym of 'intimidate' is 'frighten.' Synonyms: bully, threaten, coerce, menace, terrorize, daunt, cow, scare, overawe, deter. Explanation: To intimidate means to make someone feel frightened or scared, especially in order to make them do what one wants. Similarly, to frighten someone means to make them feel afraid or scared. Therefore, 'frighten' is the most appropriate synonym for 'intimidate' in this context. Weaken: To weaken means to make something less strong or effective. This is different from intimidate, which involves instilling fear or apprehension. Depress: To depress means to make someone feel sad or discouraged. While intimidation can lead to negative emotions, depress specifically refers to sadness or discouragement, not fear. Encourage: To encourage means to give support, confidence, or hope to someone. This is the opposite of intimidate, as it involves boosting someone's morale rather than instilling fear. [তথ্যসূত্রঃ Oxford Dictionary]
weaken
depress
encourage
frighten
80. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্বিবিদ্যালয়?
ব্যাখ্যা: ১৯৩৬ সালে এক বিশেষ সমাবর্তনে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার আবদুর রহিম, স্যার জগদীশ চন্দ্র বসু, স্যার প্রফুল্লচন্দ্র রায়, স্যার যদুনাথ সরকার, স্যার মোহাম্মদ ইকবাল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া তিনি ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার লাভ করে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী
শান্তিনিকেতন