Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত?
পনির: তপন = 4 : 3 = (4×5): (3×5) = 20:15 এবং, তপন: রবিন = 5 : 4 = (5×3): (4:3) = 15:12 .. পনির: তপন: রবিন = 20 : 15:12 ধরি, পনির, তপন ও রবিনের আয় যথাক্রমে 20x, 15x এবং 12x টাকা। প্রশ্নমতে, 20x = 120 : x = 6 . .: রবিনের আয় = 12 x 6 = 72 টাকা।
36 টাকা
12 টাকা
72 টাকা
84 টাকা
82. The saying 'enough is enough' is used when you want-
'Enough is enough' লোককথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছ না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যাক। সুতরাং সঠিক option হলো something to stop ।
something to continue
something to stop
something to continue until it's enough
to tell instructions are clear
83. . Fill in the blank: As she was talking, he suddenly broke -, saying, 'That's a lie!"
'Break in'phrasal verb-এর অর্থ কথার মাঝে কথা বলা; চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ, Break down অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।
off
in
down
into
84. . 'A lost opportunity never returns.' Here 'lost' is a -
Verb-এর যে রূপ একই সাথে verb এবং adjective-এর কাজ করে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে lost (lose-এর past participle) একই সাথে verb এবং adjective-এর কাজ সম্পন্ন করায় lost শব্দটি past participle অর্থাৎ participle হিসেবে কাজ করছে।
gerund
verbal noun
gerundial infinitive
participle
85. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ ১৬৫ ক টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য
ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা .:. ১২% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ – ১২ = ৮৮ টাকা .. ৮% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা সুতরাং, উভয় বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮ – ৮৮ = ২০ টাকা .:. বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা ১ ১০০/২০ ১২০০ ১০০×১২০০ /২০ = ৬০০০ টাকা "
৬০০০ টাকা
৫০০০ টাকা
৪০০০ টাকা
৮০০০ টাকা
86. Someone who is capricious is-
যে ব্যক্তি capricious (খেয়ালি; অস্থিরমতি) সে পরিচিত তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তনের জন্য অর্থাৎ শূন্যস্থানের জন্য যথাযথ option হলো known for sudden changes in attitude or behaviour |
easily irritated
wise and willing to cooperate
exceedingly conceited and arrogant
known for sudden changes in attitude or behaviour
87. Identify the word which remains the same in its plural form :
যে শব্দটি plural form এ কোনো রূপ পরিবর্তন করে না সেwordটি হলো aircraft । অপশনের অন্য শব্দগুলোর plural form যথাক্রমে intentions, mice এবংtheses ।
aircraft
intention
mouse
thesis
88. Fill in the blank: You may go for a walk if you feel - it.
মাঝে মাঝে 'like' preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। Like যোগে বাক্যটির বাংলা : যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।
about
on
like
for
89. নিচের কোনটি অমূলদ সংখ্যা?
প্রশ্নে উল্লেখিত প্রতিটি সংখ্যাই মূলদ সংখ্যা।] 0.4 (মূলদ সংখ্যা) [.. সকল দশমিক পৌনঃপুনিক সংখ্যাই মূলদ সংখ্যা] √9=√32 = 3 (মূলদ সংখ্যা) 5.639 (মূলদ সংখ্যা) √(27/48) =√((3×9)/(3×16)) =3/4
0.4
√9
5.639
√27/48
90. Which one of the following words is masculine?
Option গুলোর মধ্যে masculine (পুরুষবাচক) শব্দ হলো lad যার অর্থ বালক; কিশোর; ছোকরা। Option-এর বাকি তিনটি শব্দ mare অর্থ ঘোটকী; মাদি ঘোড়া, pillow অর্থ বালিশ এবং pony অর্থ টাট্টুঘোড়া ।
mare
lad
pillow
pony
91. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩, ও ৪ অবশিষ্ট থাকে?
এখানে, ৩-১ = ২, ৪-২ = ২, ৫- ৩ = ২ এবং ৬-৪ = ২। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. অপেক্ষা ২ কম। এখন, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু= ৬০ .:. নির্ণেয় সংখ্যাটি = (৬০ – ২) = ৫৮
৪৮
৫৪
৫৮
৬০
92. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
আমরা জানি, C=P (1+ nr /১০০) ⇒ ৫৫৮=৪৫০ (১+- nx৬ /১০০) ১০০+৬০ ⇒ ৫৫৮=৪৫০ (১০০+ ৬n/ ১০০ =৫৫৮০০ /৪৫০ ⇒ = ১০০+৬n ⇒৬n = ১২৪-১০০ ⇒ ৬n = ২৪ .. n = 8
৩ বছরে
৪ বছরে
৫ বছরে
৬ বছরে
93. Which word means the opposite of 'dearth'?
Dearth (অভাব; আকাল)-এর বিপরীত শব্দ abundance (অতিপ্রাচুর্য)। তাছাড়া option-এর lack (অভাব, ঘাটতি), poverty (দরিদ্রদশা) এবং shortage (ঘাটতি) হলো dearth-এর সমার্থক।
lack
abundance
poverty
shortage
94. Identify the determiner in the following sentence: 'I have no news for you.'
Determiner হলো সে সকল word যা noun-এর পূর্বে বসে nounটি নির্দিষ্ট না সাধারণ তা নির্দেশ করে। প্রদত্ত বাক্যে noun-এর পূর্বে ব্যবহৃত no determiner হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েকটি determiner-এর উদাহরণ হলো these, those, my, our, much ইত্যাদি।
have
news
no
for
95. Identify the word which is spelt incorrectly :
ভুল বানান বিশিষ্ট শব্দ হলো consciencious। শব্দটির শেষের কে। তে রূপান্তর করলে wordটি সঠিক হবে। Conscientious শব্দটির অর্থ বিবেকবুদ্ধিসম্পন্ন। তাছাড়া perseverance অর্থ অধ্যবসায়, convalescence অর্থ রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি আর maintenance অর্থ রক্ষণাবেক্ষণ।
consciencious
perseverance
convalescence
maintenance
96. Which word is similar to 'appal'?
Appal অর্থ আতঙ্কিত করা; মর্মাহত করা এবং dismay অর্থ হতাশ করা; আতঙ্কিত করা। সুতরাং appal আর dismay শব্দ দুটি similar. অন্যদিকে deceive অর্থ প্রতারণা করা, confuse অর্থ গুলিয়ে ফেলা এবং solicit অর্থ সনির্বন্ধ আবেদন করা।
deceive
confuse
dismay
solicit
97. . 'You look terrific in that dress!" The word 'terrific' in the above sentence means-
Terrific শব্দের অর্থ চমৎকার (excellent)। প্রদত্ত বাক্যের অর্থ : ঐ পোশাকে তোমাকে চমৎকার দেখায়! অন্যদিকে funny অর্থ অদ্ভুত, very ugly অর্থ খুব কুৎসিত এবং horrible অর্থ বীভৎস।
excellent
funny
very ugly
horrible
98. A man whose wife has died is called a -
যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলে widower (বিপত্নীক)। তাছাড়া widow অর্থ বিধবা, spinster অর্থ অবিবাহিতা মহিলা এবংbachelor অর্থ অবিবাহিত পুরুষ।
widow
widower
spinster
bachelor
99. The word 'sibling' means
Sibling শব্দটির বাংলা অর্থ একই পিতামাতার সন্তান; ভাই বা বোন। সুতরাং sibling অর্থ a brother or sister.
a brother
a sister
a brother or sister
an infant
100. In which sentence is the word 'past' used as a preposition?
Tania was a wonderful singer, but she's past her prime বাক্যে past শব্দটি preposition, কারণ past শব্দটি noun-এর পূর্বে বসে বাক্যের অন্য word-এর সাথে সম্পর্ক নির্দেশ করছে। তাছাড়া প্রথম দুটি বাক্যে past noun আর তৃতীয় বাক্যে past adverb, কারণ past শুধু verb-এর সাথে ব্যবহৃত হয়েছে।
Writing letters is a thing of the past.
I look back on the past without regret.
I called out to him as he ran past.
Tania was a wonderful singer, but she's past her prime.