Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
ধরি, ব্যক্তিটির মূল বেতন = ১০০ টাকা ৫% কমানো হলে বেতন হবে = (১০০-১০০×৫/১০০) বা ৯৫ টাকা আবার, বেতন ৫% বাড়ানো হলে নতুন বেতন হবে = (৯৫ +৯৫×৫/১০০) বা ৯৯.৭৫ টাকা সুতরাং মোটের উপর ব্যক্তিটির বেতন হ্রাস পেল = (১০০- ৯৯.৭৫) বা ০.২৫ টাকা :. নির্ণেয় শতকরা হ্রাস = ০.২৫%।
০.৫% বেড়েছে
০.২৫% বেড়েছে
০.২৫% কমেছে
০.৫% কমেছে
82. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
হুমায়ুন আজাদের লেখা 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' (১৯৮৫) একটি কাব্যগ্রন্থ। 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩), 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' (১৯৯৮), 'জ্বলো চিতাবাঘ' (১৯৮০), 'পেরোনোর কিছু নেই' (২০০৪) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
ঘনির্মলেন্দু গুণ
83. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৬)। উনসত্তরের গণঅভ্যুত্থানে যারা প্রধান শক্তি ছিল সেই শ্রমজীবী জনসাধারণ কিভাবে আন্দোলন পরবর্তী সময়টিতে প্রতারিত এবং বঞ্চিত হলো, বামপন্থীদের দোদুল্যমানতা, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে না পারার ফলে অজস্র রক্তপাত ও রাজনীতির ময়দান থেকে তাদের পশ্চাদপসরণ, আওয়ামী লীগ প্রধান শক্তি হয়ে ওঠা ইত্যাদি উপন্যাসটিতে মূল উপজীব্য হয়ে ওঠেছে। গ্রামজীবন নিয়ে লেখা ইমদাদুল হক মিলনের উপন্যাস 'ভূমিপুত্র'। 'মাটির জাহাজ' মাহমুদুল হকের উপন্যাস, 'কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাস।
ভূমিপুত্র
মাটির জাহাজ
কাঁটাতারে প্রজাপতি
চিলেকোঠার সেপাই
84. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
শুরুর দিক থেকে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ১০২ এবং শেষের দিক ৩ ১৯৮। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = ১৯৮-১০২/ ৩ +১ = ৯৬/ ৩ +১ = ৩২+১ = ৩৩ টি সুতরাং নির্ণেয় সংখ্যা = ৩৩টি।
৩১
৩২
৩৩
৩৪
85. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
'চোখের বালি' বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বালবিধবা বিনোদিনীর চিত্তে পুরুষের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষার জাগরণ ও তার মানসিক পরিবর্তনের টানাপোড়েন এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। মহেন্দ্র ও আশার দাম্পত্যজীবন ছাপিয়ে বালবিধবা বিনোদিনীর প্রেমাসক্তি উপন্যাসে প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'শেষ প্রশ্ন' উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থা ও গোঁড়ামির চিত্র, 'কুহেলিকা' উপন্যাসে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি এবং 'কপালকুণ্ডলা' উপন্যাসে রোমান্টিকতা প্রাধান্য পেয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
86. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে পাকিস্তানি বাহিনি কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান এবং চতুর্থ উপাচার্য ছিলেন ড. রমেশচন্দ্র মজুমদার।
স্যার এ. এফ. রহমান
রমেশচন্দ্র মজুমদার
সৈয়দ সাজ্জাদ হোসায়েন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
87. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
১৯২২-১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি বই বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে প্রথম যে গ্রন্থটি নিষিদ্ধ হয় তা হলো প্রবন্ধ গ্রন্থ 'যুগবাণী'। ১৯২২ সালের ২৩ নভেম্বর ১৬৬৬১ পি নম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইংরেজ সরকার ফৌজদারি বিধির ৯৯এ ধারায় বইটি বাজেয়াপ্ত করে। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় বিষের বাঁশি' ১৯২৪ সালের ২২ অক্টোবর এবং 'ভাঙার গান' ১৯২৪ সালের ১১ নভেম্বর নিষিদ্ধ হয়। 'প্রলয় শিখা' বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে। 'চন্দ্রবিন্দু' নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর ১৯৩১ সালে
বিষের বাঁশি
যুগবাণী
ভাঙার গান
প্রলয় শিখা
88. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
'নষ্টনীড়' (১৯০১) ছোটগল্পের উল্লেখযোগ্য তিনটি চরিত্র চারুলতা, অমল ও ভূপতি। 'হৈমন্তী' গল্পের উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী, গৌরীশংকর, অপু, বনমালী। বিনোদিনী ও আশালতা 'চোখের বালি' উপন্যাসের চরিত্র।
বিনোদিনী
হৈমন্তী
আশালতা
ঘচারুলতা
89. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
'স্মৃতিস্তম্ভ' (২৬ ফেব্রুয়ারি ১৯৫২) আলাউদ্দিন আল আজাদ রচিত ভাষা আন্দোলনভিত্তিক কবিতা। 'হুলিয়া' নির্মলেন্দু গুণ-এর কবিতা। 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' শহীদ কাদরী রচিত কবিতা। 'সোনালী কাবিন' (১৯৭৩) কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।
হুলিয়া
তোমাকে অভিবাদন প্রিয়া
সোনালি কাবিন
স্মৃতিস্তম্ভ
90. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
আমরা জানি, যেকোনো দিন +৭ দিন একই দিন এখানে, ২য় দিন হলো সোমবার ২ + ১৪ = ১৬তম দিনও হবে সোমবার। সুতরাং ১৭তম দিন হবে মঙ্গলবার এবং ১৮তম দিন হবে বুধবার।
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
91. 'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে?
সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক। 'পরানের গহীন ভিতর' (১৯৮০) তার আঞ্চলিক ভাষায় লিখিত কাব্যগ্রন্থ। 'একদা এক রাজ্যে' (১৯৬১), 'বিরতিহীন উৎসব' (১৯৬৯), 'আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), 'নাভিমূলে ভষ্মাধার', 'অপর পুরুষ' (১৯৭৮), ধ্বংসস্তূপে কবি ও নগর (২০০৯) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
অসীম সাহা
অরুণ বসু
আবু জাফর ওবায়দুল্লাহ
সৈয়দ শামসুল হক
92. ঘড়ি: কাঁটা :: থার্মোমিটার : ?
ঘড়ির কাঁটা সময় নির্দেশ করে আর থার্মোমিটারের পারদ তাপমাত্রার মান নির্দেশ করে।
ফারেনহাইট
তাপমাত্রা
চিকিৎসা
পারদ
93. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
অর্থবোধক শব্দ হলো অহোরাত্র, যার অর্থ দিবারাত বা সর্বদা।
রা ত্র হো অ
র বা ধী প নি
দ্র তা রি দা
সা ব ব অ ধ্যা
94. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
ক্লিনটন বি. সিলি (জন্ম: ২১ জুন ১৯৪১) আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে ১৯৭৬ সালে থিসিস শেষ করেন। শিরোনাম ছিল 'ডো ইন ইন হিট' এবং জীবনানন্দ দাশের জীবনী নিয়ে 'আ পোয়েট অ্যাপার্ট' (A Poet Apart) নামে ইংরেজিতে বই রচনা করেন। এছাড়াও তিনি মাইকেল মধুসূদন দত্ত, বুদ্ধদেব বসু, রামপ্রসাদ সেনের রচনার অনুবাদ করেছেন। ডব্লিউ বি ইয়েটস রবীন্দ্রনাথের স্ব-অনূদিত 'Song Offerings' গ্রন্থের ভূমিকা লিখেছিলেন।
ডব্লিউ বি ইয়েটস
ক্লিনটন বি সিলি
অরুন্ধতী রায়
অমিতাভ ঘোষ
95. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
'গঙ্গা' (১৯৫৭) সমরেশ বসু রচিত জাল-জল ও জেলে জীবনের গৃহস্থালি বিষয়ক উপন্যাস। লেখকের ভাষায়- 'মৎসজীবীদের মাছধরার একটি বিশেষ মরশুমী যাওয়া-আসাকে কেন্দ্র করেই গোটা কাহিনি গড়ে উঠেছে।' অন্যদিকে 'পুতুলনাচের ইতিকথা' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জটিল সামাজিক সম্পর্কের কাহিনি, 'হাঁসুলী বাঁকের উপকথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ জীবন ও জমিদারি ব্যবস্থার বাস্তবতা এবং 'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস।
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
96. 'RELATION'- এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
আয়নায় প্রতিবিম্ব হলো বস্তুর উল্টো চিত্র অর্থাৎ ডানদিক ইমেজ এর বামদিক আর বামদিক ইমেজের ডানদিক। সুতরাং 'RELATION'-এর আয়নায় প্রতিবিম্ব হবে ИОГТАЈЗЯ
ИОГТАЈЗЯ
RELATION
ИОГТАЈЗЯИ
ЙОГТАЈНЯ
97. ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা ৪৫ মিনিট বর্তমান সময় = ৪টা ৪৫ মিনিট + ৫০ মিনিট ৫ টা ৩৫ মিনিট সুতরাং ৬টা বাজতে সময় বাকি ৬: ০০-৫: ৩৫ = ২৫ মিনিট।
১৫ মিনিট
২০ মিনিট
২৫ মিনিট
৩০ মিনিট
98. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন- সাহেবের কথা"।
"তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা।" প্রদত্ত উক্তিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকে নেওয়া।
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
99. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ১৯৬৬ সালে মাত্র ৩১ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশুসাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে শওকত আলী (১৯৩৬-২০১৮) ৩২ বছর বয়সে ১৯৬৮ সালে, সেলিনা হোসেন (১৯৪৭-) ৩৩ বছর বয়সে ১৯৮০ সালে ও আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) ৩৯ বছর বয়সে ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
শওকত আলী
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
100. কোন বানানটি শুদ্ধ?
শুদ্ধ বানানটি হলো Encyclopedia, যার অর্থ হলো জ্ঞানকোষ বা বিশ্বকোষ।
Incyclopedia
Encyclopedia
Enciclopadia
Encyclopedea