Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
161. নিচের কোনটি অধ্বংসাত্মক টেস্ট?
অধ্বংসাত্মক টেস্টট (ক) চাক্ষুষ পরীক্ষা (খ) ম্যাগনেটিক্যাল পার্টিক্যাল টেস্টস্ট (গ) আল্ট্রাসনিক টেস্টা (ঘ) রেডিওগ্রাফি টেস্টা (ঙ) লিকুইড পেলিট্রেন্ট টেস্ট (চ) এডি কারেন্ট টেস্টট (ছ) লিকেজ টেস্টস্ট
এডি কারেন্ট টেস্ট
টেনসাইল টেস্ট
ইমপ্যাক্ট টেস্ট
নেক ব্রেক টেস্টস্ট
162. ইলেকট্রোডের গায়ে কোটিং দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়?
ইলেকট্রো কোটিং-এর উপকরণ ও তাদের কার্যকারিতা নিম্নরূপ- ১। গাম অথবা রোজিন (Gam or Rosin)। ২। সেলুলোজ (Cellulose) গ্যাস শিল্ডিং, কোটিং শক্ত করে, রিডিউসিং এজেন্ট। ৩। ফেলম্পার (Foliar) ৪। ফ্রে অ্যালুমিনিয়াম সিলিকেট (Clay aluminium silcate ) ৫। ট্যালকস ম্যাগনেশিয়াম সিলিকেট (Talcs Magnesium, silicate) ৬। টাইটানেন্টস (Titanates), ক ন্টাইল (nude), ই টা নিজাম, ডাই-অক্সাইড (dioxide) প্রাণ তৈরি ও আর্ককে স্থির রাখে। ৭। আয়রন অক্সাইড (Iron oxide) স্লোগ তৈরি আর্ক স্থির রাখে, কোন উপাদানের অভাব পূরণ করে। ৮। ক্যালসিয়াম কার্বনেট (Calcium carbonate) ৯। অ্যাজবেস্টস (Asbestos) ১০। ফেরোম্যাংগানিজ (Ferro managanese)। ১১। পটাশিয়াম সিলিকেট (Potassium silicate) ১২। সোডিয়াম সিলিকেট (Sodium silicate)।
ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)
হিলিয়াম (He)
সোডিয়াম (Na)
অক্সিজেন (O₂)
163. ওয়েল্ডিং করার সময় জোড়া স্থান থেকে অক্সাইডকে অপসারণ করার জন্য কী ব্যবহার করা হয়?
নাইট্রোজেন (N.)
হিলিয়াম (He)
ফ্লাক্স
সোডিয়াম (Na)
164. নিচের কোনটি নন-ফিউশন ওয়েল্ডিং পদ্ধতির উদাহরণ?
নন-ফিউশন ওয়েল্ডিং (Non-fusion welding) (ক) জোড়া হা সে ধাতু গলিয়ে এবং চাপ প্রয়োগ করে নন ফিউশন ওয়েল্ডিংকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যেমন- ১। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং (Resistance welding) ২। সীম ওয়েল্ডিং (Seam welding ৩। স্পট ওয়েল্ডিং (Spot welding); ৪। প্রজেকশন ওয়েল্ডিং (Projection welding) (খ) জোড়া স্থানে কোনোরূপ চাপ প্রয়োগ না করে- ১। ফোর্জ ওয়েল্ডিং (Forge welding)
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
ফোর্জ ওয়েল্ডিং
গা র্মিট ওয়েল্ডিং
165. ইলেকট্রোডের দূরত্ব যত কম হবে ওয়েল্ডিং তত ভালো হবে।
শর্ট আর্কে ইলেকট্রোড ও বেস মেটালের মধ্যবর্তী ফাঁক বা ব্যবধান খুব কম থাকে। জব থেকে ইলেকট্রোডের দূরত্ব যত কম হবে, ওয়েল্ডিং তত ভালো হবে। সুতরাং শর্ট ডিস্টাল (Short distance) যত কম রাখা হবে, ওয়েল্ডিং-এর মাপও ততবেশি ভালো হবে। সুতরাং শর্ট আর্ক ভাল ওয়েল্ডিং-এর প্রতীক।
মিথ্যা
সত্য
166. রিভেট ও বোল্ট জোড়া কী ধরনের জোড়া পদ্ধতি?
রিভেট ও বোল্ট জোড় অস্থায়ী জোড়া দেয়ার পদ্ধতি, ফলে এর স্থায়িত্বও তুলনামূলক কম। কিন্তু ওয়েল্ডিং জোড় একটি স্থায়ী জোড়া দেয়ার পদ্ধতি। ফলে ওয়েল্ডিং জোড় অধিক টেকসই।
অস্থায়ী জোড়া
স্থায়ী জোড়া
ক ও খ
কোনোটিই নয়
167. ওয়েল্ডিং জোড়ের খাঁজে যখন অতিরিক্ত ওয়েন্ড মেটাল প্রবেশ করে তখন তাকে কী বলে?
মাত্রারিক্ত পেনিট্রেশন
অসম্পূর্ণ পেনিট্রেশন
আন্ডার কাট
স্প্যাটার
168. নিচের কোনটি ধ্বংসাত্মক টেস্ট?
ধ্বংসাত্মক টেস্ট (ক) টেনসাইল টেস্ট (খ) নেক ব্রেক টেস্ট (গ) ইস্প্যাক্ট টেস্ট (ঘ) বেন্ড টেস্ট
আল্ট্রাসনিক টেস্ট
লিকেজ টেস্ট
বেন্ড টেস্ট
রেডিওগ্রাফিক টেস্ট
169. ইলেকট্রোড ও জবের মধ্যকার কী পরিমাণ ফাঁক রাখা হয়?
1/8 inch
3/2 inch
2/3inch
2/5 inch
170. ওয়েন্ডিং জোড় তৈরির উপযুক্ত মেটালদ্বয়কে……. বলে।
বেস মেটাল: বেস মেটাল ওয়েল্ডিং জোড় তৈরির উপযুক্ত মেটালদ্বয়কে বেস মেটাল বলে। অর্থাৎ যে মেটালম্বয়ের মধ্যে ওয়েন্ডিং জোড় সম্পন্ন করা হয় উক্ত মেটালদ্বয়কে বেস মেটাল বলে। ওয়েন্ড মেটালঃ ওয়েন্ড মেটাল ওয়েল্ডিং (Welding)- এর সময় বেস মেটাল ও ফিলার মেটাল হতে যে অংশটুকু গলে জোড়ার কাজে অংশগ্রহণ করে তাকে ওয়েল্ড মেটাল (Weld metal) বলে। সম্পূর্ণ নতুন তৈরি এই অংশকে ওয়েল্ড বলে। ফিলার মেটালঃ ফিলার মেটাল ওয়েল্ডিং জোড় প্রস্তুতিতে ধাতুষয়ের মধ্যে তার ফাঁকা স্থানে যে মেটালকে গলিয়ে জোড়া দেয়া হয় তাকে ফিলার মেটাল বলে।
ওয়েন্ড মেটাল
বেস মেটাল
ফিলার মেটাল
ফিলার রড
171. নিচের কোনটি ক্ষয়িষ্ণু ইলেকট্রোড?
ক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Consumable electrodes) যে ইলেকট্রোড ওয়েল্ডিং করার সময় নিজে গলে গিয়ে করপ্রাপ্ত হতে হতে নিঃশেষ হয়ে যায়, তাকে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলে। এই প্রকার ইলেকট্রোড মূলত বাতবের তৈরি। তাই একে মেটাল ইলেকট্রোড (Metal electrode) বলা হয়। এই ক্ষয়িষ্ণু বা ধাতবের তৈরি ইলেকট্রোড দুই প্রকারের হয়ে থাকে। যথা- (১) আবৃত ইলেকট্রোড (Coated electrode) এবং (ii) অনাবৃত ইলেকট্রোড (flare electrode)
আবৃত ইলেকট্রোড
টাংস্টেন ইলেকট্রোড
ক ও খ
কোনোটিই নয়
172. নিচের কোনটি অক্ষয়িষ্ণু ইলেকট্রোড?
অক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Non-Cosumable electrodes) : যে ইলেকট্রোড ওয়েল্ডিং করার সময় নিজে উত্তপ্ত হয় বটে কিন্তু গলে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না, তাকে অক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলা হয়। অক্ষয়িষ্ণু ইলেকট্রোড কার্কা বা গ্রাফাইটে তৈরি হতে পারে। আবার উচ্চতাপসহ ধাতবের তৈরিও হতে পারে। যেমন- টাংস্টেন ইলেকট্রোড (tungsten) ইলেকট্রোড আবার তিন রকমের হতে পারে। যথা- (i) বিশুদ্ধ টাংস্টেন (Pure tungsten) (II) খরিয়াম মিশ্রিত টাংস্টেন (Thorlated tungsten) (ill) জিরকোনিয়াম মিশ্রিত টাংস্টেন (Zirconiated tungsten)
অনাবৃত ইলেকট্রোড
আবৃত ইলেকট্রোড
বিশুদ্ধ টাংস্টেন ইলেকট্রোড
কোনোটিই নয়
173. সাধারণত ইলেকট্রোডের দক্ষতা কত হয়ে থাকে?
১০%-৩০%
৭৫%-৭৯%
৫%-১০%
২০%-৩০%
174. ওয়েল্ডিং জোড়া কী ধরনের জোড়া পদ্ধতি?
ওয়েল্ডিং স্থায়ী জোড় পদ্ধতি। ওয়েল্ডিং জোড়ের টান শক্তি রিভেট কিংবা বোল্টের জোড়ের চেয়ে অনেক বেশি। ওয়েন্ডিং জোড় সুন্দর ও বাইরে থেকে বুঝা যায় না। তাই ওয়েল্ডিং জোড়ের শ্রেষ্ঠত্ব অতুলনীয়।
অস্থায়ী জোড়া
স্থায়ী জোড়া
ক ও খ
কোনোটিই নয়
175. নিম্নের কোন আর্ক হচ্ছে সঠিক ওয়েল্ডিং করার মাধ্যম?
নরমাল আর্কের সুবিধা (Advantages of normal are) : নরমাল আর্ক, সঠিক ওয়েল্ডিং-এর প্রতীক। আবার সঠিক ওয়েল্ডিং অধিক স্ট্রেংথ (Strength) বা অধিক ক্ষমতাশালী জোরের প্রতীক। তাই ওয়েন্ডিং যুক্তিবিদ্যায় বলা হয়েছে- "A correct type of arc makes for correct weld and full strength"
লং আর্ক
শর্ট আর্ক
নরমাল আর্ক
কোনোটিই নয়
176. বেস মেটাল ও পিলার রড একই ধাতব পদার্থের হয়ে থাকে।
সত্য
মিথ্যা
177. বেস মেটাল থেকে আর্কের দৈর্ঘ্যকে…. বলে।
ওয়েল্ডিং-এর সময় ইলেকট্রোড ও ধাতুখণ্ডের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আর্কের উৎপত্তি হয়। প্লেট বা বেস মেটাল থেকে আর্কের দৈর্ঘ্য বা দূরত্বকে আর্ক লেংথ (Arc length) বলে। এই আর্ক লেংথ-এর ক্রমাগত স্থায়িত্বের উপরই ওয়েল্ডিং নির্ভর করে। এই আর্ক লেংথকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- (ক) লং আর্ক (Long arc); (খ) শর্ট আর্ক (Short arc); (গ) মধ্যম বা নরমাল আর্ক (Medium or normal are)
ইলেকট্রোড
আর্ক লেংথ
টিগ
মিগ
178. ওয়েল্ডিং জোড়ের সকল ধরনের ত্রুটিসমূহকে প্রধানত কত ভাগ করা যায়?
যে সমস্ত দোষ-ত্রুটির জন্য ওয়েল্ডিং জোড় দুর্বল হয়, তাকেই ওয়েল্ডিং জোড়ার ত্রুটি বলা হয়। এটি মূলত দুই প্রকার। যথা- ১। বাহ্যিক ত্রুটি (External defects) ২। অভ্যন্তরীণ ত্রুটি (Internal defects)
৩ ভাগে
৪ ভাগে
৬ ভাগে
২ ভাগে
179. নিচের কোনটি ফিউশন ওয়েল্ডিং- এর উদাহরণ?
ফিউশন ওয়েল্ডিং (Fusion welding) জোড়া স্থানে ধাতু গলানোর উপর ভিত্তি করে ফিউশন ওয়েল্ডিংকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যেমন- ১। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং (Electric arc welding) ২। মেটাল আর্ক ওয়েল্ডিং (Metal arc welding) ৩। কার্বন আর্ক ওয়েন্ডিং (Carbon are welding): ৪। টিগ ওয়েল্ডিং (Tig welding ) ৫। মিগ ওয়েল্ডিং (Mig welding ) ৬। সাব-মার্জড আর্ক ওয়েল্ডিং (Submerged arc welding)
ফোর্জ ওয়েল্ডিং
আর্ক ওয়েন্ডিং
রেজিস্ট্যান্স ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
180. গ্রুপ জয়েন্টের ক্ষেত্রে কোন ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়?
কর্নার জয়েন্ট
এজ টেস্ট
টি-জয়েন্ট
বাট টেস্ট