Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Analogy MCQ
101. WAITRESS: RESTAURANT
Hints: Waitress (পরিচারিকা)-এর কর্মস্থল হলো restaurant (রেস্তোরাঁ) আর teacher (শিক্ষক)-এর কর্মস্থল হলো school (বিদ্যালয়)
driver: truck
teacher: school
actor: role
doctor: diagnosis
102. HEDONIST: PLEASURE ::
Hints: Hedonist (সুখই সব, এ মতবাদে যিনি বিশ্বাসী) সব সময় pleasure (আনন্দ খোঁজেন আর recluse (নির্জনবাসী ব্যক্তি) সব সময় privacy (গোপনীয়তা) খোঁজেন।
recluse: privacy
stoic: sacrifice
ascetic: tolerance
humanist: pride
103. MONEY: PECULATION
Hints: Money (টাকা) যেমন peculation (আত্মসাৎ) করা হয় ঠিক তেমনি writing (লেখনী) হয় plagiarism (রচনা চুরি, লেখা চুরি)।
Bank: Cashier
Comment: Insult
Writing: Plagiarism
Radiation: Bomb
104. If Asylum: Shelter then-
Hints: Asylum (আশ্রয়)-এর উদ্দেশ্য হচ্ছে shelter (মাথা গোঁজার ঠাই) দেয়া ঠিক তেমনি stronghold (দুর্গ, সংরক্ষিত স্থান)-এর বৈশিষ্ট্য হলো defense (প্রতিরক্ষা) দেয়া।
Palisade: Display
Stronghold: Defense
Harbour: Concealment
Hospice: Exile
105. ARENA: CONFLICT-
Hints: Conflict (সংঘাত; যুদ্ধ)-এর স্থান হলো arena (রণভূমি; মল্লক্ষেত্র) আর discussion (আলোচনা)-এর স্থান হলো forum (প্রকাশ্য আলোচনাস্থল)।
Forum: Discussion
Utopia: Place
Asylum: Pursuit
Mirage: Reality
106. HACK: CARVE
Hints: Hack (ধাতু কাটার যন্ত্রবিশেষ) যেমন carve (খোদাই করা) করার যন্ত্র, ঠিক তেমনি gouge (এক ধরনের বাটালি বিশেষ) হলো engrave (খোদাই করা) করার যন্ত্র।
Grind: Polish
Hew: Fell
Snip: Mince
Gouge: Engrave
107. TRANSGRESSION: MORALITY ::
Hints: Transgression (অপরাধ, পাপ) হলো morality (নৈতিকতা) বিবর্জিত কাজ ঠি তেমনি presumption (অনুমান) হলো propriety (যৌক্তিকতা, যথার্থতা) বিবর্জিত।
presumption: propriety
invitation: hospitality
gift: generosity
mistake: probity
108. INSULT: HUMILIATE-
Hints: Insult (অপমান; অবমাননা)-এর উদ্দেশ্যে humiliate (হেয় করা; খাটো করা) করা হয় ঠিক তেমনি Kill (হত্যা করা)-এর উদ্দেশ্যে shoot (গুলি ছোঁড়া হয়) করা হয়।
Abuse: Happy
Injury: Purgent
Shoot: Kill
Dog: Bark
109. ARTICULATE: UNCLEAR
Hints: Articulate (স্পষ্টভাবে কথা বলা) অর্থ unclear (অস্পষ্ট) কথা বলা নয়, ঠিক তেমনিভাবে elaborate (বিস্তারিত করা) অর্থ sketchy (খসড়া, সংক্ষিপ্ত) নয়।
Assign: Agile
Grieve: Somber
Elaborate: Sketchy
Explain: Lucid
110. VINDICTIVE: MERCY
Hints: Mercy (ক্ষমা, করুণা) বিহীন আচরণ হলো vindictive ক্ষমাহীন, প্রতিহিংসাপরায়ণ এবং credulity (বিশ্বাসপ্রবণতা) বিহীন আচরণ হলো skeptical (অবিশ্বাসী, সন্দেহপ্রবণ)।
Skeptical: Credulity
Avaricious: Greed
Modest: Dignity
Insightful: Hope
111. QUARRY: MARBLE
Hints: Quarry (পাথর কুড়ানোর স্থান, খনি) থেকে marble (একধরনের পাথর) পাওয়া যায় আর Mine (খনি) থেকে পাওয়া যায় coal (কয়লা)।
Metal: Silver
Mine: Coal
Ore: Gold
None of these
112. INVEST: CAPITAL::
Hints: Invest (বিনিয়োগ করা) করতে যেমন capital (মূলধন) লাগে ঠিক তেমনি gamble (বালি ধরা) করতে লাগে stake (পণ, বাজি, অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা বিষয়ে অঙ্কের টাকার পণ বা ঝুঁকি)।
race: record
play: sport
tax: income
gamble: stake
113. DRAWBRIDGE: CASTLE:
Hints: Castle (দুর্গ)-এ প্রবেশের জন্য drawbridge (দালানে সংযোগকারী ব্রিজ) পার হতে হয়, ঠিক তেমনি ship (জাহাজ)-এ প্রবেশের জন্য gangway (জাহাজের পার্শ্বদার) পার হতে হয়।
noxious: escape
flammable: burn
gangway: ship
lawn: house
114. EXTORT: OBTAIN
Hints: Extort অর্থ বলপ্রয়োগ, হুমকি বা ভয়ভীতির মাধ্যমে আদায় করা আর obtain অর্থ কোনো কিছু চেয়ে পাওয়া। ঠিক তেমনি plagiarize অর্থ অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করা আর borrow অর্থ ফেরত দেয়ার কথা বলে ধার করা।
pilfer: steal
plagiarize : borrow
consider: appeal
explode: ignite
115. If Elucidate: Clarity then-
Hints: Clarity (পরিষ্কার ভাব; স্পষ্টতা)-এর জন্য elucidate (ব্যাখ্যা করা) করতে হয় ঠিক তেমনি light (আলো)-এর জন্য illuminate (আলোকিত করা) করতে হয়।
Conceal: Oblivion
Illuminate: Light
Aggravate: Problem
Mystify: Enlightenment
116. Which one of the following pairs is similar in relationship to ANARCHY; GOVERNMENT?
Hints: Government-এর অভাবে যেমন anarchy (অরাজকতা; নৈরাজ্য) আসে ঠিক তেমন wealth (সম্পদ)-এর অভাবে penury (দারিদ্র্য, অভাব) আসে।
MONARCHY: REPUBLIC
CHAOS: DISORDER
VERBOSITY: WORDS
PENURY: WEALTH
117. EYES: TEARS
Hints: Eyes (চোখ) থেকে tears (অশ্রু) নির্গত হয় আর volcano (আগ্নেয়গিরি) থেকে নির্গত হয় lava (আগ্নেয়গিরি থেকে উত্থিত উত্তপ্ত গলিত পদার্থ)।
Hunger: Bred
Heart: Artery
Volcano: Lava
Sea: Water
118. MEDICINE: ILLNESS
Hints: Medicine (ওষুধ) যেমন illness (পীড়া) নিরাময় করে তেমনি lato (আইন) anarchy (অরাজকতা) দূর করে।
law: anarchy
love: treason
etiquette: discipline
hunger: thirst
119. HARM: DAMAGE
Hints: Harm অর্থ ক্ষতি করা আর damage অর্থ ক্ষতি/অনিষ্ট করা পরস্পর সমার্থক শব্দ। একইভাবে injure এবং incapacitate উভয় শব্দের অর্থই শক্তি হরণ করা বা অনিষ্ট করা।
Injure: Incapacitate
Hook: Crook
Stout: weak
Sweet: Sour
120. LAWN: GRASS-
Hints: Grass (ঘাস) দিয়ে আবৃত থাকে laton (ছাঁটা ঘাসে ঢাকা জমি) ঠিক তেমনি fur (পশম) সমৃদ্ধ চামড়াকে বলে pelt (ফার ও পশম সমৃদ্ধ পশুর চামড়া)।
Pelt: Fur
Wool: Sheep
Sku.: Goat
Rice: Farm