Kill by somebody অর্থ কারো কর্তৃক হত্যা করা আর kill with something অর্থ কোনো কিছু দিয়ে হত্যা করা। সুতরাং শূন্যস্থানে by, with বসিয়ে বাক্যটির বাংলা: ডাকাত কর্তৃক তাকে কুঠার দিয়ে হত্যা করা হলো।
শূন্যস্থানে in বসবে। In বসিয়ে বাংলা হবে: সে corner store-এ হাঁটাহাঁটি করছে। কোনো স্থানের মাঝে বোঝাতে পূর্বে in বসে। তাছাড়া walk into অর্থ খুশি হয়ে যাওয়া; ইচ্ছা করে কোনোকিছুর সম্মুখীন হওয়া। Walk for বলে কোনো phrasal verb নেই আর walk over অর্থ অনায়াসে হারানো।
53. Use the right form of verb: I had no difficulty (to find) their house although they had said that people often did.
Difficulty in + verb + ing হলো সঠিক ধারা। সুতরাং প্রদত্ত verb-এর সঠিক form in finding / In finding যোগে বাক্যটির বাংলা: তাদের বাড়ি খুঁজে পেতে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু তারা বলত যে লোকজনের প্রায়ই সমস্যায় পড়ে।
55. We were at a disadvantage….. that we did not have a very good knowledge of the language the others were using.
In that অর্থ for the reason that (কারণে)। শূন্যস্থানে in বসিয়ে বাক্যটির অর্থ: অন্যরা যেভাবে ভাষা জ্ঞান ব্যবহার করছিল সেরূপ আমাদের ভাষা জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম।
56. It is dangerous to intrude….. the ememy's camp.
Intrude onfinto something অর্থ- কোনো কিছুতে জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তবে into-এর পরিবর্তে on অধিক ব্যবহৃত হয়। On যোগে বাক্যটির বাংলা: শত্রুর ক্যাম্পে অনধিকার প্রবেশ বিপদজনক।
59. It is not always easy to sympathise…… an unfortunate man.
Sympathise with somebody অর্থ কারো প্রতি সহানুভূতিশীল হওয়া বা সমবেদনা প্রকাশ করা। With যোগে বাক্যের অর্থ: অভাগা ব্যক্তিকে সমবেদনা প্রদান করা সবসময় সহজ নয়।