4643. 'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে? [২৬তম বিসিএস ]
ব্যাখ্যাঃ 'চৌ' সংস্কৃত এবং 'হদ্দি' আরবি শব্দ। এ সম্মিলনে 'চৌহদ্দি' শব্দটি গঠিত। (৯ম-১০ম শ্রেণির ব্যাকরণে 'চৌ' শব্দটিকে ফারসি শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাংলা একাডেমির 'আধুনিক বাংলা বানান অভিধান'-এ 'চৌ' শব্দটিকে সংস্কৃত শব্দ এবং কোথাও বাংলা শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে।