38. নিচের কোন বানানটি শুদ্ধ?
তথ্য: "গোধুলি" বলতে, সূর্যাস্তের পর ও রাত শুরু হওয়ার মাঝের
সময়টিকে বুঝানো হয়। "সন্ধ্যাকাল" ও বলা যায়। "গোধুলি"
শব্দের ব্যাখ্যায় বলা হয়, দিনের শেষে, রাতের আগে যখন মাঠ
থেকে রাখাল গরুর পাল নিয়ে গোয়ালে ফেরে, তখন গরুর পায়ের
খুরের আঘাতে ধুলি উড়তে থাকে তাই এই সমযটাকে গোধুলি বলা হয়
।
উত্তর: গ