Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. উদ্বাসন শব্দের অর্থ কী?
বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
বাসভূমির সম্মুখস্থ ভূমি
182. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়
183. ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
কবিতাটি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘অনন্ত প্রেম’
‘উপহার’
‘ব্যক্ত প্রেম’
‘শেষ উপহার’
184. সজনীকন্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
শনিবারের চিঠি (১৯২৪)।
শনিবারের চিঠি
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
185. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি?
Clemency
Enthral
Erudition
Fathom
186. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামান ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
187. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
188. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
‘কাদো নদী কাদো’
‘নেকড়ে অরণ্য’
‘রাঙা প্রভাত’
‘প্রদোষে প্রাকৃতজন’
189. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শঙ্খ ঘোষ
শক্তি চট্টোপাধ্যায়
শামসুর রহমান
190. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
২০১০
২০১১
২০১২
২০১৫
191. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের শাখা ২টি। যথা: কেন্তম ও শতম।
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
192. 'কিত্তনখালো' নাটকটির বিষয়-
যন্ত্রণাদগ্ধ শহরজীবন
স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ
লোকায়ত জীবন-সংস্কৃতি
দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
193. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
১৯ ফেব্রুয়ারি ১৯২৬
১৯ জানুয়ারি ১৯২৬
১৯ মার্চ ১৯২৬
২৬ মার্চ ১৯২৭
194. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
অরুণ মিত্র
সমরেশ বনু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
195. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’-কে রচনা করেন এই কাব্যাংশ?
সুধীন্দ্রনাথ দত্ত
প্রেমেন্দ্র মিত্র
সমর সেন
জীবনানন্দ দাশ
196. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
‘মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
‘পদ্মাবতী’
197. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
‘তেইশ নম্বর তৈলচিত্র’
‘ক্ষুধা ও আশা’
‘কর্ণফুলি’
‘ধানকন্যা’
198. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
১৯০৭ খ্রীস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার পুঁথি আবিষ্কার করেন।
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
199. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
200. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি