Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
861. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
মূল্যবোধ একটি সমাজের সভ্যতা ও সংস্কৃতির অন্যতম উপাদান। ইতিবাচক মূল্যবোধ সুষ্ঠু সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাই ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক সর্বব্যাপী স্বীকৃত হয়।
সামাজিক মূল্যবোধ
ইতিবাচক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ
নৈতিক মূল্যবোধ
862. Identify the word that can be used as both singular and plural.
Fish (মাছ) singular এবং plural উভয় form হিসেবেই ব্যবহৃত হয়। যেমন- Three fish। আবার plural form হিসেবে fishes ও ব্যবহৃত হয়। অন্যদিকে wood (বন), issue (প্রশ্ন; বিচার্যবিষয়) এবং light (শিখা)-এর plural form যথাক্রমে woods, issues এবং lights।
wood
issue
fish
light
863. 'Give somebody a piece of your mind' means to-
Give somebody a piece of your mind একটি idiom, যার অর্থ কারো ওপর আপনি যে রাগান্বিত তা বলা।
tell someone that you are very angry with them.
say exactly what you feel or think.
return or to help somebody return to a normal situation.
give somebody mental peace.
864. When Ushashi entered - the room everybody stopped talking.
কোনো জায়গায় (যেমন- room) প্রবেশ করা বোঝাতে enter-এর পর into বসে না। Enter-এর পর into বসে চুক্তিতে আবদ্ধ হওয়া (যেমন enter into partnership/an agreement) বোঝাতে।
into
in
to
no preposition required
865. 'To win a prize is my ambition'. The underlined part of the sentence is a/an-
Noun phrase বাক্যে noun-এর মতোই subject ও object হিসেবে ব্যবহৃত হয়। To win a prize প্রদত্ত বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
adjective phrase
noun phrase
adverb phrase
conjunctional phrase
866. 'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল'। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
বিশ্বব্যাংকের মতে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। আর এ চারটি স্তম্ভ হলো- দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।
জাতিসংঘ
বিশ্বব্যাংক
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
এশিয়া উন্নয়ন ব্যাংক
867. 'The old man was tired of walking'. Here 'walking' is a/an-
Gerund একটি non-finite verb, যা বাক্যে একই সাথে noun এবং verb-এর কাজ করে। তাই প্রদত্ত বাক্যে walking একটি gerund।
present participle
adjective
common noun
gerund
868. মূল্যবোধ দৃঢ় হয়-
মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এটি বৈচিত্র্যময়, আপেক্ষিক ও পরিবর্তনশীল। যেহেতু মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে ওঠে তাই শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়।
শিক্ষার মাধ্যমে
সুশাসনের মাধ্যমে
ধর্মের মাধ্যমে
গণতন্ত্র চর্চার মাধ্যমে
869. Identify the correct spelling:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র সঠিক বানানযুক্ত শব্দটি হলো questionnaire যার অর্থ প্রশ্নাবলি।
questionnaire
questionair
questionaire
questionoir
870. 'Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.' In this sentence the verb 'arrived' is -
Intransitive verb (অকর্মক ক্রিয়া)-এর পর কোনো object থাকে না। প্রদত্ত বাক্যেও arrived-এর পর কোনো object নেই।
intransitive
transitive
causative
defective
871. Select the correct comparative form of the sentence 'A string of pearls was not so bright as her teeth.'
So... as যুক্ত positive degree-এর বাক্যকে comparative করার গঠন: Object-এর subject form + verb + adj.-এর comparative form + than + subject-এর object form।
Her teeth was more brighter than a string of pearls
Her teeth were brighter than a string of pearls.
A string of pearls was brighter than her teeth.
A string of pearls were very bright than her teeth
872. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোরও পরিবর্তন সাধিত হয়।
বিভিন্নতা
পরিবর্তনশীলতা
আপেক্ষিকতা
উপরের সবগুলোই
873. "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।" কে এই উক্তি করেন?
'রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক' উক্তিটি করেন ফ্রান্সের অর্থনীতিবিদ এবং আই.এম.এফ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাস।
এইচ. ডি. স্টেইন
জন স্মিথ
মিশেল ক্যামডেসাস
এম. ডব্লিউ. পামফ্রে
874. 'I will not let you go.' In this sentence 'go' is a/an-
কিছু verb যেমন- bid, let, make, see, watch ইত্যাদির পর verb-এর marker বিহীন (to-ছাড়া) infinitive বসে। এই infinitive কে সাধারণত bare infinitive বলা হয়।
infinitive
gerund
participle
verbal noun
875. Which one of the following is a common gender?
অপশনে প্রদত্ত king (রাজা) ও emperor (সম্রাট) masculine gender এবং queen (রানি) feminine gender। অন্যদিকে sovereign (সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক যেমন রাজা, রানি বা সম্রাট) হলো common gender
king
sovereign
emperor
queen
876. What is the noun form of the word 'know'?
Know (জানা)-এর adjective form 'Knowing' এবং 'Known' হলো past participle adjective form। অন্যদিকে Knowledgeable-adjective ।
knowing
knowledge
knowledgeable
known
877. Choose the word opposite in meaning to 'terse':
Terse অর্থ সংক্ষিপ্ত ও লাগসই। যার synonym হলো concise, pithy, succinct এবং antonym হলো detailed।
concise
detailed
expressive
descriptive
878. 'I shall help you provided you obey me.' Here the underlined word is a/an-
Provided, provided that, providing that conjunction হিসেবে ব্যবহৃত হয়, যাদের অর্থ যদি।
adverb
adjective
conjunction
verb
879. Find out the correct passive form of the sentence 'Who taught you French?
Who যুক্ত বাক্যকে passive করার structure: by whom + auxiliary verb + subject + 03 + বাকি অংশ।
By whom you were taught French?
By whom French was taught you?
French was taught you by whom?
By whom were you taught French?
880. Which 'but' is a preposition?
Option (ক) তে 'but' adverb হিসেবে ব্যবহৃত হয়েছে; (গ) ও (ঘ)-তে ব্যবহৃত হয়েছে conjunction হিসেবে। কিন্তু (খ)-তে ব্যবহৃত হয়েছে preposition হিসেবে।
It is but right to admit our faults.
What can we do but sit and wait?
We tried hard, but did not succeed.
There is no one but likes him.