861. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
মূল্যবোধ একটি সমাজের সভ্যতা ও সংস্কৃতির অন্যতম উপাদান। ইতিবাচক মূল্যবোধ সুষ্ঠু সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাই ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক সর্বব্যাপী স্বীকৃত হয়।
862. Identify the word that can be used as both singular and plural.
Fish (মাছ) singular এবং plural উভয় form হিসেবেই ব্যবহৃত হয়। যেমন- Three fish। আবার plural form হিসেবে fishes ও ব্যবহৃত হয়। অন্যদিকে wood (বন), issue (প্রশ্ন; বিচার্যবিষয়) এবং light (শিখা)-এর plural form যথাক্রমে woods, issues এবং lights।
864. When Ushashi entered - the room everybody stopped talking.
কোনো জায়গায় (যেমন- room) প্রবেশ করা বোঝাতে enter-এর পর into বসে না। Enter-এর পর into বসে চুক্তিতে আবদ্ধ হওয়া (যেমন enter into partnership/an agreement) বোঝাতে।
মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এটি বৈচিত্র্যময়, আপেক্ষিক ও পরিবর্তনশীল। যেহেতু মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে ওঠে তাই শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়।
871. Select the correct comparative form of the sentence 'A string of pearls was not so bright as her teeth.'
So... as যুক্ত positive degree-এর বাক্যকে comparative করার গঠন: Object-এর subject form + verb + adj.-এর comparative form + than + subject-এর object form।
Her teeth was more brighter than a string of pearls
Her teeth were brighter than a string of pearls.
A string of pearls was brighter than her teeth.
A string of pearls were very bright than her teeth
মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোরও পরিবর্তন সাধিত হয়।
875. Which one of the following is a common gender?
অপশনে প্রদত্ত king (রাজা) ও emperor (সম্রাট) masculine gender এবং queen (রানি) feminine gender। অন্যদিকে sovereign (সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক যেমন রাজা, রানি বা সম্রাট) হলো common gender