367. সুশাসনের মূলভিত্তি--
ব্যাখ্যা সুশাসন হলো যৌক্তিক এবং দক্ষভাবে শাসন পরিচালনা। সুশাসন আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। এটি রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। সুশাসন বিষয়টি একটি বহুমাত্রিক আন্তর্জাতিক ধারণা। সুশাসন প্রক্রিয়া জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সরকারের দক্ষতা ও সাড়া প্রদানের ক্ষমতার ওপর নির্ভর করে। বিশ্বব্যাংক (WB) ১৯৯৪ সালে এক গবেষণায় প্রকাশ করে যে, সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। যথা:।. সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, ii. উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো, iii. দায়বদ্ধতা ও জবাবদিহিতা এবং it. স্বচ্ছতা ও অবাধ