পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। আবার যে পানিতে কঠিন বন্ধু (লবণ) বেশি দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমাণ কম। যেমন: সমুদ্রের পানিতে কঠিন বস্তু (লবণ) দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে থাকে না। ফলে সমুদ্রের পানি, এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
966. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
বৈদ্যুতিক বাল্বের ভিতরে খুব সরু তারের একটি কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীকে ফিলামেন্ট বলে। ফিলামেন্টটি টাংস্টেনের তার দিয়ে তৈরি। এর গলনাঙ্ক অত্যন্ত বেশি (প্রায় ৩৪১০° সে)।
ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিমি পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। এই স্তরেই ওজোন (০১) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশির ভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
প্রক্সিমা সেন্টাউরি সূর্যের নিকটতম নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোকবর্ষ। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। প্রক্সিমা সেন্টাউরি বা আলফা সেন্টাউরি-সি হলো আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তিনটি নক্ষত্রের মধ্যে তৃতীয় নক্ষত্র। আলফা সেন্টাউরি নক্ষত্রপুঞ্জের অপর দুইটি নক্ষত্র হলো আলফা সেন্টাউরি-এ এবং আলফা সেন্টাউরি-বি।
অ্যাপাচি ওয়েব সার্ভার (Apache Web Server) বা অ্যাপাচি এইচটিটিপি (Apache HTTP Server) হলো একটি সার্ভার প্রোগ্রাম, যেটি HTTP প্রোটোকল ব্যবহার করে ওয়েব পেজ সার্ভ করার কাজে ব্যবহৃত হয়।
972. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার, যা সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের রিসোর্সগুলো পরিচালনা করে এবং কম্পিউটারের প্রোগ্রামগুলোর পরিষেবা সরবরাহ করে। তাই অপারেটিং সিস্টেম ব্যতীত কোনো কম্পিউটার বুট করতে পারে না।
COD-এর পূর্ণরূপ Chemical Oxygen Demand এবং BOD-এর পূর্ণরূপ Biological Oxygen Demand। BOD ও COD উভয়ই পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোনো পানির COD-এর মান BOD অপেক্ষা বেশি হয়।
974. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
কিউ (Queue) ডেটা স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিউ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। Queue হলো কতগুলো আইটেমের এমন একটি সংগ্রহশালা যেখানে নতুন আইটেমগুলো এক
প্রান্তে সংযোজিত হয় এবং অপর প্রান্ত থেকে পুরানো আইটেমগুলো অপসারণ করা হয়।
মার্স পাথফাইন্ডার অ্যামেরিকান একটি রোবোটিক স্পেসক্র্যাফট, যা ১৯৯৭ সালে মঙ্গল গ্রহের একটি বেস স্টেশনে অবতরণ করে। ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর নাসার ডেল্টা টু রকেটের মাধ্যমে পাথফাইন্ডার যাত্রা শুরু করে এবং ৪ জুলাই ১৯৯৭ মঙ্গল গ্রহে আরেস ভ্যালিসে অবতরণ করে।
আলবার্ট আইনস্টাইন জার্মানির একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণা।