Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1061. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
A (১ম) → Z (শেষের দিক থেকে ১ম) B (২য়) → Y (২য়) C (৩য়) → X (৩য়) G (৭ম)→T (৭ম) I (৯ম) → R (৯ম) V (২২তম) → E (২২তম) GIVV →TREE
TERE
TEER
TREE
FREE
1062. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে—
ঠেলে নিয়ে যাওয়া হয়
টেনে নিয়ে যাওয়া হয়
তুলে নিয়ে যাওয়া হয়
সমান সহজ হয়
1063. Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Emily Bronte মাত্র ত্রিশ বছর জীবিত ছিলেন। এ সংক্ষিপ্ত জীবনে তিনি একটি মাত্র উপন্যাস লেখেন। উপন্যাসটি হলো Wuthering Heights / Wuthering Heights- এর কেন্দ্রীয় চরিত্র হলো Heathcliff। কেননা উপন্যাসটির ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে Heathcliff-এর ভালোবাসা এবং জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে।
Mr. Earnshaw
Catherine
Heathcliff
Hindley Earnshaw
1065. P = {x: x, 12 এর গুণনীয়কসমূহ) এবং Q = (x: x, 3 এর গুণিতক এবং x ≤12) হলে, P-Q কত?
এখানে, P = {1, 2, 3, 4, 6, 12} আবার, Q = {3, 6, 9, 12) [যেহেতু x ≤12] .: P-Q= {1, 2, 3, 4, 6, 12)-(3, 6, 9, 12) = {1, 2, 4)
{1,2,4)
{1,3,4)
{1,3,6)
{1,2,6)
1066. শুদ্ধ বানান কোনটি?
অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যাঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্- জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন-অধঃ + গতি = অধোগতি, মনঃ + গত = মনোগত, বয়ঃ + জ্যেষ্ঠ = বয়োজ্যেষ্ঠ, সদ্যঃ+ জাত = সদ্যোজাত ইত্যাদি।
অধোগতি
অধঃগতি
অধগতি
অধোঃগতি
1067. কোন শর্তে log1a= 0 ?
log1a = 0 হবে যখন, a>0 এবং ≠1 (স্বতঃসিদ্ধ)।
a>0, a≠1
a≠0, a>1
a>0, a=1
a≠1,a<0
1068. 'Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.' - Who wrote this?
প্রদত্ত লাইনগুলো John Keats লিখেছেন তার To Autumn কবিতায়। লাইনগুলো দ্বারা John Keats প্রতিবছর আসা স্বল্পস্থায়ী বসন্তকে বিদ্রূপের সাথে দেখেছেন। অন্যদিকে তিনি মনে করেন শরৎ ঋতুর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এ ঋতুর সুরেলা ধ্বনিও রয়েছে।
William Wordsworth
Robert Browning
John Keats
Samuel Coleridge
1069. cos(nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ। কোনটি?
ধারাটির চতুর্থ পদ =cos(4π/2) [:n=4] = cos 2π = cos 360° [: π = 180] = 1
-1
1
1/2
0
1070. ৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?
প্রতি দলে ৩ জন খেলোয়ার নিয়ে মোট বিভক্ত করা যায় = (২×৩)! /(৩!)২ =৬!/ (৬)২ = " ৬×৫×৪×৩×২/৩৬ " = ২০ উপায়ে
১০
২০
৬০
১২০
1071. 'All the perfumes of Arabia will not sweeten this little hand.'—Who said this?
লাইনটি William Shakespeare-এর Macbeth নামক tradegy থেকে নেওয়া। Tradegyটির কেন্দ্রীয় চরিত্র Macbeth Macbeth রাজা ডানক্যানের সেনাপতি থাকাকালীন তার স্ত্রী Lady Macbeth-এর প্ররোচনায় রাজাকে হত্যা করে রাজা হন। Lady Macbeth তার অপরাধ বুঝতে পারেন এবং মৃত্যুসজ্জায় তিনি এ উক্তিটি করে
Macbeth
Lady Macbeth
Lady Macduff
Macduff
1072. 'Ulysses' is a novel written by
'Ulysses' নামে দুটি সাহিত্যকর্ম রয়েছে। একটি কবিতা আর অন্যটি উপন্যাস। 'Ulysses' কবিতাটি লিখেছেন Alfred Lord Tennyson। অন্যদিকে 'Ulysses' নামক উপন্যাস (novel) টি লিখেছেন Irish কবি, ছোটগল্প লেখক এবং ঔপন্যাসিক James Joyce James Joyce 'Ulysses' উপন্যাসটির জন্য সমধিক পরিচিত।
Joseph Conrad
Thomas Hardy
Charles Dickens
James Joyce
1073. 'Man's love is of man's life a thing apart, 'Tis woman's whole existence. This is taken from the poem of -
প্রদত্ত লাইনদ্বয় rebel poet হিসেবে খ্যাত Lord Byron-এর কবিতা Don Juan থেকে নেওয়া হয়েছে।
P. B. Shelley
Lord Byron
John Keats
Edmund Spenser
1074. 'UNICEF'-এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
আয়নায় যেকোনো শব্দকে উল্টো দেখায় বলে UNICEF শব্দটির উল্টো রূপ হবে UNICEF.
UNICEF
UNICEF
UNICEF
UNICEF
1075. বাংলা 'ব্যঞ্জনবর্ণ'-মালায় 'ম' অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম. সুতরাং 'ম' অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হলো 'ন'।
'ধ'
'ন'
'প'
'ল
1076. সঠিক বানান কোনটি?
উল্লেখিত অপশনগুলোর মধ্যে সঠিক বানানটি হলো : Indwelling যার অর্থ হচ্ছে : ভিতরে বাসকারী, ভিতরে আছে এমন ইত্যাদি।
Indwelling
Indweling
Indwling
Indeulling
1077. 'The old order changeth, yielding place to new.'-This line is ৬৯ ঘ extracted from Tennyson's poem -
Option-এর সবগুলোই Alfred Lord Tennyson-এর কবিতা। কিন্তু The old order changeth, yielding place to new লাইনটি Morte-d' Arthur-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি তিনি তার বন্ধু Arthur Hallam-এর মৃত্যুর পরপরই লিখেন। Morte d' Arthur অর্থ of course, 'the death of Arthur'.
The Lotos-Eaters
Tithonus
Locksley Hall
Morte d' Arthur
1079. Who translated the 'Rubaiyat of Omar Khayyam' into English?
Rubaiyat of Omar Khayyam কবিতাসমগ্রের কবির নাম জানা যায়নি। কিন্তু Rubaiyat of Omar Khayyam কে ফারসি ভাষা থেকে ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য ইংরেজিতে অনুবাদ করেন Edward FitzGerald। অনুবাদটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
Thomas Carlyle
Edward FitzGerald
D. G. Rossetti
William Thackeray
1080. The short story 'The Diamond Necklace' was written by-
ছোটগল্প 'The Diamond Necklace' কে The Necklace নামেও অভিহিত করা হয়। ছোটগল্পটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়। গল্পটি লেখেন ফ্রেঞ্চ লেখক Guy de Maupassant |
Guy de Maupassant
O Henry
Somerset Maugham
George Orwell