935. কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
ব্যাখ্যা: আরকান বা রোসাঙ্গ রাজসভার অন্যতম কবি কবি আলাওল। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ- পদ্মাবতী, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, সপ্তপয়কর। আলাওল ছাড়াও আরাকান রাজসভার আরও কয়েকজন কবি দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করীম খোন্দকার, শমসের আলী।