Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. নিচের কোনটি ফ্লুইড নয়?
তেল
তাপ
গ‌্যাস
স্টিল
122. যা চেটে খাওয়ার যোগ্য-
তথ্য: চেটে খাওয়া যায় যা লেহ্য চুষে খাওয়া যায় যা চোষ্য চিবিয়ে খাওয়া যায় যা চ্য
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
123. Concrete-কে curing করতে হয়-
Cement এর hydration-এর জন্য
নতুন concrete-এর উপর পানির চাপ প্রয়োগের জন্য, যা concrete-কে জমাট হতে সাহায্য করে
সূর্যের তাপে নতুন concrete যেন ফেটে না যায়
উপরোক্ত সবগুলোর জন্য
124. কোন বানানটি শুদ্ধ?
তথ্য: সঠিক বানান-বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
125. সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
তথ্য: মুনতাসির ফ্যান্টাসি নাটকটি রচনা করেছেন সেলিন আল দীন ।আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলনভিত্তিক কবর নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি। ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয়।
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
126. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
তথ্য: 'চাঁদ মুখের ব্যাসবাক্য হলো-চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদেও সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদেও আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
127. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের প্রান্তীয় সাপোর্টকে অ্যাবাটমেন্ট।
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
128. 1 m³ RCC-এর ওজন-
i) 1m³ RCC = 2400 kg/m³ (ii) ব্রিক ম্যাশনারি LC = 1920 kg/m³ (iii) সিমেন্ট = 2400 kg/m³
1920 kg
2200 kg
2400 kg
2800 kg
129. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
তথ্য: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বও ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যেও চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দেলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ"-এ এই একাডেমি সদও দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে"একটি "ভাষা আন্দোলন জাদুঘর "আছে।
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
130. Bibliographic means-
History of the Bible
History of Books
Collection of Books
Worshipper of Books
131. সিমেন্ট কংক্রিটের দৃঢ়ীকরণে যে হ্যান্ড ট্যাম্পার ব্যবহার করা হয়, তার প্রস্থ ও গভীরতা যথাক্রমে-
ব্যাখ্যা কংক্রিট সড়কে ডিজাইনকৃত পুরুত্বের মিশ্রণ স্থাপনের পর ভাইব্রেটর/টেম্পার ব্যবহার করে মিশ্রণকে দৃঢ়বন্ধ করা হয়। হস্তচালিত টেম্পারকে টেম্পার বিম বলা হয়। এর দৈর্ঘ্য প্লাবের প্রস্থ হতে 30cm বেশি, প্রস্থ 10cm এবং পুরুত্ব 25cm।
১০ সেমি এবং ২৫ সেমি
১০ সেমি এবং ২০ সেমি
১৫ সেমি এবং ৩০ সেমি
১০ সেমি এবং ৩০ সেমি
132. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
তথ্য: আগডুম বাগডুম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয়-তোমরা আগডুম বাগডুম বন্ধ করো, আসল কথা বলো।
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
133. ৯ ১/২” × ৪ ১/২’’ × ২ ৩/৪” সাইজের ইটে ১০০ ফুট Edging-এর জন্য ইট প্রয়োজন- [MOCA-19]
ব্যাখ্যা: ইট = 100/(4.5/12) = 275টি।
২০০টি
২৫০টি
৩০০টি
২৭৫টি
135. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
তথ্য: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ৪ মে ১৮০০ সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে ২৪ মে ১৮০১ সালে।
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪
136. পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভিজা তলের পরিসীমা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে হাইড্রলিক-
ব্যাখ্যা: হাইড্রোলিক গড় গভীরতা: চ্যানেল বা নালার ভেজা অংশের ক্ষেত্রফল এবং ভেজা পরিসীমার অনুপাতকে হাইড্রোলিক গড় গভীরতা বলে। একে হাইড্রোলিক ব্যাসার্ধও বলে। চেজির সূত্রে একে m এবং ম্যানিং-এর সূত্রে একে R দ্বারা প্রকাশ করা হয়।
গড় চাপ বলে
গড় ধাক্কা বলে
গড় পৃষ্ঠটান বলে
গড় গভীরতা বলে
137. Capillary action সবচেয়ে বেশি হবে-
কৈশিক নলের ভেতর দিয়ে তরল প্রবাহের ঘটনাকে কৈশিকতা বা Capillary action বলা হয়। কাদামাটি তরলের ন্যায় বিধায় clay-এর capillary action বেশি।
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
138. The value of maximum gradient for hill roads is-
ব্যাখ্যা সমতল অঞ্চলে গ্রেডিয়েন্ট 1:15 এবং পার্বত্য অঞ্চলে গ্রেডিয়েন্ট 1:12
1 in 5
1 in 12
1 in 15
1 in 20
139. ক্রীতদাসের হাসি কার রচনা?
তথ্য: ক্রীতদাসের হাসি বাংলাদেশী কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র ততারী। গণতন্ত্রিক জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার স্তব্ধ থাকেনি।
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
140. Capital punishment means -
Heavy punishment
confiscation of punishment
Death penults
life imprisonment