Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
881. কুইক লাইম কোনটি?
Explained- ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের রাসায়নিক সংকেত CaCO)। ক্যালসিয়াম বাই কার্বনেটের রাসায়নিক সংকেত Ca(HCO)3। -অ্যালুমিনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত Al2(SO4)3। কুইক লাইম বা চুনের রাসায়নিক সংকেত CaO (ক্যালসিয়াম অক্সাইড)। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কুইক লাইম কোনটি -CaO 2. Slaked lime is -Ca(OH)2 (PSC আংলাদেশ কোস্ট গার্ড ২০.১০ ২০২০) 3. চুনাপাথর থেকে চুন তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়- ক্যালসিনেশন। 4. CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এক প্রকার-লবণ EED (Estimator) 03/03/2022 5. Which of the following is an autoclave binding material Lime-silica
CaO
CaCO
Ca(HCO))
Al(SO4)3
882. পানির আর্দ্রতা পরিমাণ শতকরা কত হলে বালিতে সর্বোচ্চ পরিমাণ bulking হয়-
Explained পানির আদ্রতা ৪% হলে বালিতে সর্বোচ্চ পরিমান Bulking হয়। এ ছাড়া ৫% থেকে ৪% জলীয় কণার উপস্থিতে বালির আয়তন ক্ষিতি ২৫% হতে ৪০% বেড়ে যায়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. পানিয় আর্দ্রতা পরিমাণ শতকরা কত হলে বালিতে সর্বোচ্চ পরিমাণ bulking হয় 4% to 5%. 2. Bulking of sand means- আয়তন স্ফীতি। 3. আর্দ্র বালির আয়তন ও শুষ্ক বালির আয়তনের অনুপাতের শতকরা পরিমাণকে কী বলে- bulking of sand. মোটা বালির জন্য আয়তন স্ফীতি হয় সাধারণত -20%. 5. সুক্ষ্ম বালির আয়তন স্ফীতি হয় সাধারণত – 35%. 6. সাধারণত বালির আয়তন স্ফীতি হয় -25% to 30%.
২%
8%
৬%
১০%
884. The sieve sets of coarse aggregate ranges from-
Explained-- বিভিন্ন চালুনির অবশেষকে ওজনের শতকরা হারে প্রকাশ করে অ্যাগ্রিগেটের গ্লোডিং নির্দেশ করা হয়। কোর্স অ্যাগ্রিগেটের জন্য 80mm, 40m, 20mm, 10m 4.75mm বিশিষ্ট চালুনি ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The sieve sets of coarse aggregate ranges from -4.75 mm to 80 mm. (MOF 07.06.2022) 2. The sieve sets of fine aggregate ranges from 0.075 mm to 4.75 mm. নিচের কোনটি #4 নং চালুনি 4.75 mm. নিচের কোনটি #100 নং চালুনি 0.15 mm. নিচের কোনটি #200 নং চালুনি 0.075mm.
20-4.75 mm
40-4.75 mm
80-4.75 mm
100-4.75 mm
885. The transverse rein for cements provided at right angles to the main reinforcement is a slab-
Explained: The distribution reinforcement have termed as transervs reinforcement is provided that to resist the stresses produced by temperature changes and shrinkage of concrete in that direction. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূন প্রশ্ন 1. The transverse reinforcements provided at right angles to the main reinforcements in a slab- Distributed load, resist the temperature stress, resist the shrinkage stress. 2. ACI code অনুযায়ী temperature bar এর ন্যূনতম পরিমাণ - 0.0025 bt(Plain bar), 0.0018 bt(deformed bar). 3. Temperature bar এর maximum spacing - 45c. 4. Two way slab এর corner এ কোন moment উৎপন্ন হয়- Twisting moment. 5. Two way slab এর corner এ কোন stress উৎপন্ন হয়- Torsional stress.
Distributed load
Resist the temperature stress
Resist the shrinkage stress
All the above
886. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Explained:- Lime stone ক্ষয় প্রতিরোধী এবং এর Fire resistence ক্ষমতাও অতাধিক। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. নিচের কোনটির Fire resisting property রয়েছে- Compact Sand Stone. 2. Fire resisting materials Bricks, Concrete, Gypsum, Plazter, Glass etc. 3. Thermal Insulating materials Timber, Cork,cotton, asbestos, glass wool etc. 4. Sound insulating materials Mineral, cinder concrete, plaster, concrete masonry etc.
Marble
Compect Sand stone
Lime stone
সবগুলি
887. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1.3 FM এবং 2.5 FM এর বাশি একত্রে মিশ্রিত করে 1.7 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে-1:2 2. 1 Kg বালির FM-2, অপর একটি বালির FM-26 যার ওজন 500 gm। বালি দুটিকে একত্রে করলে মিশ্রামের FM- 2.2.FM[Fineness Modulus] 3. Kushtia & Khulna এর নমুনা বালি 2.8, 2.21
1:0.5
1:1
1:1.5
1:2
888. The moment at a hinge will be—
Explained: The bending moment at ends of simply supported roller or hinge supported beam is taken zero উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The moment at a hinge will be - Zero. 2. The moment at a roller will be - Zero. 3. In Cantilever beam, the moment at free end will be- Zero. 4. In simply supported beam, the moment at support will be-zero.
Infinity
Zero
Depends upon acting force
none of these
889. Workability of concrete is measured by:
Explained Concrete slump test or slump cone test is to determine the workability or consistency of concrete mix prepared at the laboratory or the construction site during the progress of work. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Workability of concrete is measured by - Slump test. 2. রাস্তা তৈরিতে Concrete এর Slump- 2 cm to 3 cm. 3. RCC slab, beam এ slump এর মান-5 cm to 10 cm. 4. Column. Retaining wall এ Slump এর মান -7.5 cm to 15 cm. 5. RCC footing, base এ slump এর মান -5 cm to 10 cm 6.Mass Concrete 4 Slump এর মান- 2.5 cm to 5 cm.
Vicat apparatus test
Slump test
Setting time test
Fineness test
890. 1.25 FM এবং 2.75 FM এর বালি একত্রে মিশ্রিত করে 1.75 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1.25-FM এবং 2.75 FM এর বালি একত্রে মিশ্রিত করে 1.75 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে-1:2. 2. FM means -Fineness Modulus. 3. A বালির FM 1.5 এবং B বালির FM 2 হলে, কোনটি মোটা বালি- B. FM বালির কী নির্দেশ করে- আকার। 5. সিলেট বালির FM সাধারণত কত- >2.5. 6. Plaster কাজে কোন ধরনের বালি ব্যবহার করা হয় <1.5.
১:১.৫
১:২.৫
১:৩
১:২
891. ল্যামির সূত্র প্রযোজ্য কেবলমাত্র?
Explained: কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃস্টি করলে এদেও প্রত্যেকটির মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে অর্থাৎ= P/ sinα=Q/sinß=R/sinγ উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কয়টি বলের জন্য ল্যামির সূত্র প্রযোজ্য- 3. 2. কোন ক্ষেত্রে ল্যামির সূত্র প্রযোজ্য- ভারসাম্য। 3. বলের কী আছে- মান, দিক, প্রকৃতি, প্রয়োগ বিন্দু। 4. 100 Kg এবং 50 Kg মানের দুটি বলের লব্ধি 50 Kg হলে, বল দুটির মাঝে কোণ কত-180°.
কোপ্লেনার বল
নন- কোপ্লেনার বল
কনকারেন্ট বল
নন-প্যারালাল বল
892. কোন সিমেন্টে সর্বোচ্চ পরিমাণ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে?
Explained অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে ২৫%, লো হিট সিমেন্ট এ ২০%, র্যাপিট সিমেন্ট ২০%, এবং সালফেট বেডস্টিং সিমেন্টে ১০% উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোন সিমেন্টে সর্বোচ্চ পরিমাণ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে-লো হিট সিমেন্টে ২. সিমেন্ট এ ট্রাই ক্যালসিয়াম সিলিকেট এর পরিমাণ কত-50% 3. সিমেন্ট এ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে -25% (BWDB -12-31-2020) 4. Cement এ ট্রাই কালসিয়াম আলুমিনেট থাকে 10% 5. Com এ ক্যালসিয়াম সালফেট থাকে- 3%
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
লো হিট সিমেন্ট
র‍্যাপিট সিমেন্ট
সালফেট রেসিসটিং সিমেন্ট
893. ১ম শ্রেণির ইটে সর্বোচ্চ কত পানি শোষিত হবে?
Explained:- ১নং ইটের পানি শোষণের ক্ষমতা (১৫-২০)% হবে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ১ম শ্রেণির ইটের সর্বোচ্চ কত পানি শোষিত হয়- 20%. 12. ২য় শ্রেণির ইটের পানি শোষণ করে সর্বোচ্চ -22% 3. ইট সাধারণত কত ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখা হয় -২৪ ঘণ্টা। 4. ১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে -400-700 ton/m^2. 5. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে- ২.৫%। 6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণত কত হয়- ৩.১২৫ কেজি। 7. ১ম শ্রেণির ইটের মাপ- 240mmx112mm×70mm/ 9.5"-4.5"-2.75". ৪. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m.
১০%
২০%
১৫%
৩০%
894. Ordinary Portland Cement- Initial Setting time সর্বনিম্ন কত মিনিট হয়?
Explained:- সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Initial setting time 30 মিনিটের কম নয়, Finial setting time 10 ঘন্টায়র অধিক নয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.Ordinary Fortland Cement এ Initial Setting Time minimum কত minutes হয়-30 min (PSC ব্যংলাদেশ কোস্ট গার্ড ২०३००० EED (Estimator) 03.02.2022 2. Ordinary Portland Cement Final Setting Tinse minimum কত minutes হয়- 10 hours. 3. Initial setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত- 10mm 4. Final setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সূচের ব্যাস কত-5 mm 5. Rapid Hardening cement & Initial setting time কত-5 minutes. 6. Rapid Hardening cement 4 Final setting time কত- 30 minutes. 7. কংক্রিটের ইনিশিয়াল সেট দ্রুতকরণের জন্য নীচের কোনটি-ব্যবহার করা হয়? ম্যাগনেশিয়াম ক্লোরাইড
30
45
60
75
895. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Explained:- যে কোনো তরল পদার্থের নির্ণয় করার জন্য pycnometer ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয় -Specific Gravity. 2. Pycnometer দিয়ে সাধারণত কোন ধরনের মাটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় সূক্ষ্ম দানার।। 3. বালি মাটির আপেক্ষিক গুরুত্ব 2.65 to 2.68.
Specific gravity
Voids Volume
Shear strength
Comressive strength
896. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি ?
সংকর
টাংস্টোন
তামা
সিসা
897. ১ম শ্রেণির ইটের crushing strength সর্বনিম্ন কত ?
Explained:- ১ম শ্রেণির ইটের ক্ষেত্রে crushing strength সর্বনিম্ন 125 kg/cm² হওয়া উচিত। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ১ম শ্রেণির ইটের crushing strength সর্বনিম্ন কত - 105 kg/cm², (PSC বাংলাদেশ কোটি গার্ড ২০.১০.২০২০ 2. প্রথম শ্রেণির উট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করে 1/6. 3. ইট সাধারণত কত ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখা হয়- ২৪ ঘণ্টা। 4. ১ম শ্রেণির ইটের বিচূর্ণন শক্তি হবে 400-700 ton/m^2. 5. ইটে লবণের পরিমাণ সর্বোচ্চ কত হবে ২.৫%। 6. একটি ১ম শ্রেণির ইটের ওজন সাধারণত কত হয়- ৩.১২৫ কেজি। 7. ১ম শ্রেণির ইটের মাপ 240mmx112mmx70mm/ 9.5"×4.5"x2.75". ৪. সাধারণত কত উচ্চতা থেকে ইটকে টি আকারে ছেড়ে দেওয়া হয়- 1.5 m.
70 kg/cm²
105 kg/cm²
125 kg/cm²
140 kg/cm²
898. The main ingredient of Portland Cement are:
Explained The compositions of portlend cement is, lime (64.64%), Silica (21.28%), Alumina (5.60%); Iron- oxider (3.36%), Magnesia (2.06%) Sulpher Trioxide (2.14%); N₂O (0.05%); loss of Ignition (0.64%); lime saturation water (0.92%) The arrangement made to support an unsafe structure temporarily as; উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The main ingredients of Portland cement are Lime & Silica. 2. Portland cement এ CaO এর পরিমাণ- 63%. 3. Portland cement এ SiO2 এর পরিমাণ -22%, 4. Portland cement এ Al₂O3 =7%, Fe2O3= 3%, MgO=2%, SO3= 2%, Alkalies =1%.
Lime and Silica
Lime and iron
Lime and alumina
Silica and alumina
899. সিমেন্টের কি পরীক্ষা করার জন্য Vicat apparatus ব্যবহৃত হয়?
Explained: Vicat apparatus যারা সিমেন্টের Consisstency ও Setting time test করা যায়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. সিমেন্টের কি পরীক্ষা করার জন্য Vicat apparatus ব্যবহৃত হয় - Setting time,consistency. 2. Cement এর initial setting time minimum - 30 minutes. 3. Cement এর final setting time maximum - 10 hours. 4. Initial setting time নির্ণয়ে ব্যবহৃত সূচের ব্যাস কত-10 mm 5. Final setting time নির্ণয়ে ব্যবহৃত সূচের ব্যাস কত-5 mm.
Fineness
Spesific gravity
Setting time
Compressive strength.
900. Which one of the following is used for preparing porcelain?
Explained. The principal clays used to make porcelain are chain a clay and ball clay. Feldspar a mineral compressing mostly aluminum silicate, a type of hard quartz in the porcelain mixture. উত্তর অঙ্গ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Which one of the following is used for preparing porcelain -Clay, Feldspar, Quartz. 2. Porcelain কোন ধরনের product-Sail Product. 3. Porcelain এর Colour কি- White. 4. Porcelain সাধারণত কোথায় ব্যবহার করা হয়- স্যানিটারি, গোসলখানা।
Clay
Feldspar
Quartz
All of these