Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
361. কোন বাগধারাটি ভিন্নার্থক?
দুধের মাছি
সুখের পায়রা
শরতের শিশির
লক্ষ্মীর বরযাত্রী
362. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কবে ?
১৬১০ সালে
১৩০০ সালে
১২৫৯ সালে
১৪০০ সালে
363. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি ?
ক্যাপ্টেন এম. মনসুর আলী
খন্দকার মােশতাক আহমদ
এ এইচ এম কামরুজ্জামান
মােহাম্মদ উল্ল্যাহ
364. ওদিকে আর যাব না।—এ বাক্যে আর শব্দটি ব্যবহৃত হয়েছে?
নির্দেশ অর্থে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
বিস্ময় প্রকাশে
365. বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কি ?
সুরাইয়া রহমান
কানিজ ফাতেমা রােকসানা
জাকিয়া সুলতানা
তাহমিনা খান ডলি
366. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
রুজভেল্ট
ভল্টেয়ার
উইনস্টন চার্চিল
মার্গারেট থ্যাচার
367. পূর্বাশা বা নিউমুর দ্বীপ কোন জেলায় অবস্থিত?
সাতক্ষীরায়
নোয়াখালী
ফেনী
কক্সবাজারে
368. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
বহুউপপদ তৎপুরুষব্রীহি
369. I waited for my friend until he -
Until যুক্ত একটি clause past indefinite tense এ থাকলে অপর clause টিও past perfect tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে had come হবে।
came have
came
had come
has come
370. কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
১০৫ জন
৩০৭ জন
৩০৬ জন
৪৪৮ জন
371. Identify the feminine gender:
buck
sow
hunter
baron
372. 'চরণকমল' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
দ্বিগু সমাস
373. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
374. 'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায়-
স্পর্ধা
নাড়ীনক্ষত্র
অকৃত্রিম
দৃঢ়তা
375. 'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
মাইকেল মধুসূদন দত্ত
অমিয় চক্রবর্তী
376. He said to her, "what a cold day"! Select the correct indirect speech.
He exclaims sorrowfully that it was a cold day
He exclaims that it was a cold day
He told her that it was a cold day
He exclaimed that it was a very cold day
377. স্পিরুলিনা কী?
ছত্রাক
শৈবাল
ব্যাকটেরিয়া
ভাইরাস
378. 'কুল রাখি না শ্যাম রাখি'- বাক্য কোন অর্থে ব্যবহৃত হয়?
প্রতিবাদ
উভয়সংকট
ব্যাঙ্গার্থে
সম্মানার্থে
379. ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম-
স্মার্ট বাংলাদেশ
প্রগ্রেসিভ বাংলাদেশ
এনলইটেড বাংলাদেশ
পোভাটিলেস বাংলাদেশ
380. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের