3868. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে- 
                
                                    ব্যাখ্যা: ঘর্ষণ বলকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। (১) স্থিতি ঘর্ষণ, (ii) গতি ঘর্ষণ, (iii) আর্বত ঘর্ষণ ও (iv) প্রবাহী ঘর্ষণ। আর্বত ঘর্ষণ: একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেটিকে বলে আর্বত ঘর্ষণ।