Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4061. টিম্বারের জলীয়াংশের পরিমাণ কত হলে কাঠ পচন ছত্রাক টিম্বারের বিনাশ ঘটায়?
ব্যাখ্যা: টিম্বারের জলীয়াংশের পরিমাণ 20%-25% হলে পচন ছত্রাক টিম্বারে বিনাশ ঘটায়।
১০%- ১৫%
৫%-১০%
৩০% - ৩৫%
২০% - ২৫%
4062. টিম্বার পরিশুষ্ককরণকালে টিম্বার সংকোচন সৃষ্টি হয় কী কারণে?
জলীয়কণার উপস্থিতিতে
তাপে আন্তঃপীড়ন সৃষ্টি হওয়ার জন্য
উত্তপ্ত আবহাওয়ার জন্য
কোনোটিই নয়
4063. টিম্বারের পচন কত প্রকার?
৬ প্রকার
2 প্রকার
৪ প্রকার
৩ প্রকার
4064. নিচের কোন সামগ্রীটি পেইন্টের দ্রাবক?
ব্যাখ্যা: পেইন্টের দ্রাবক- (i) তারপিন তেল (ii) ন্যাপথা (iii) পেট্রোলিয়াম।
লিথোপেন
তারপিন তেল
আম্বর
লেড অ্যাসিটেট
4065. লি. চ্যাটেলিয়ার যন্ত্রের সাহায্যে সিমেন্টের কোন টেস্ট করার কাজে ব্যবহৃত হয়?
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
4066. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
ওয়াক্স
সেলাক
অ্যালকোহল
কোনোটিই নয়
4067. টিম্বার চেরাইয়ে করাতে গুঁড়ার জন্য অপচয়ের পরিমাণ কত?
১২%
৫%
২৫%
১৮%
4068. Portland cement-এর Normal consistency-এর মান কত?
১০%
১৫%
২০%
২৫%
4069. আদর্শ মশলার সিমেন্ট ও বালির অনুপাত কোনটি?
ব্যাখ্যা: অভ্যন্তরীণ দেওয়ালের ক্ষেত্রে প্লাস্টারের অনুপাত ১:৬ এবং বাহিরের দেওয়ালে প্লাস্টারের অনুপাত ১:৪।
১:৪
১:৩
১:২:৫
১:২
4070. স্কাই লাইটে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: স্কাই লাইটে ওয়ার্ড গ্লাস ব্যবহৃত হয়।
শিট গ্লাস
সোডা লাইম গ্লাস
ওয়ার্ড গ্লাস
প্লেট গ্লাস
4071. বছরের কোন সময় গাছ কাটা উত্তম?
গ্রীষ্মকালে
বসন্তকালে
শরৎকালে
শীতকালে
4072. তিন দিনে সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ-এর ন্যূনতম মান কত হওয়া উচিত?
ব্যাখ্যা: তিন দিনে Cement 115kg/cm² কম্প্রেসিভ স্ট্রেংথ নিতে পারে।
১১০ কেজি/বর্গসেমি
১১৫ কেজি/বর্গসেমি
১২০ কেজি/বর্গসেমি
১২৫ কেজি/বর্গসেমি
4073. নিচের কোন সামগ্রীটি পেইন্টের বাহন?
ব্যাখ্যা: আমাদের দেশে তিসির তেল পেইন্টের বাহন হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়াও বাদাম তেল, গর্জন তেল, কাস্টার তেল, সয়াবিন তেল, কটনসিড তেল, মাছের তেল ইত্যাদি পেইন্টের বাহন হিসাবে ব্যবহৃত হয়।
রেড লেড
বাদাম তেল
ম্যাঙ্গানিজ সালফেট
ন্যাপথা
4074. নিচের কোনটি পেইন্টের শুষ্কীকরণ উপাদান?
ব্যাখ্যা: পেইন্টের শুষ্কীকরণ উপাদান- (i) তিসির তেলে দ্রবণীয় শুদ্ধীকর (ii) পেস্ট শুষ্কীকর ও (iii) তরল শুদ্ধীকর। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লেড মনোক্সাইড। এ ছাড়াও লেড অ্যাসিটেড, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, জিংক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট ইত্যাদি শুষ্কীকরণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
লেড মনোক্সাইড
ক্রোম গ্রিন
ক্যাস্টার অয়েল
আয়রন অক্সাইড
4075. চেরাই প্রক্রিয়া প্রধানত কত প্রকার?
৫ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৭ প্রকার
4076. সাধারণ নির্মাণকাজে যে সিমেন্ট ব্যবহৃত হয়, তাকে বলে-
Normal Portland Cement
Quick Setting Portland Cement
White Cement
Ordinary Lime Cement
4077. কাঠের নানা আকৃতির টুকরাকে কী বলা হয়?
অ্যান্ড
স্ক্যান্টলিং
ব্যাটেন
ডিল
4078. কাঠে হাইড্রোজেনের পরিমাণ কত?
৬%
৯%
১২%
১৫%
4079. কোন ধরনের সিমেন্ট অ্যাডমিক্সচার লোহার ক্ষতিসাধন করে?
গতি মন্থর
ব্যয় বন্ধক
ফুর ফিলার
গতি বর্ধক
4080. সিমেন্টের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট কোনটি?
Tensile strength
Fineness
Setting time
Compressive strength