774. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
সুলতানি আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয় এবং এটি একটি নগর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তবে মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর মর্যাদা পাওয়ার পর এটি প্রসিদ্ধি লাভ করে। উল্লেখ্য, সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তর করেন। সব মিলিয়ে এ পর্যন্ত ঢাকা পাঁচবার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১) রাজধানী হয়েছে।